বাংলাদেশে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্লেষক প্রতিক্রিয়া
(last modified Sat, 19 Jun 2021 14:27:26 GMT )
জুন ১৯, ২০২১ ২০:২৭ Asia/Dhaka

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।

শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, দেশের পশ্চিম  সীমান্তের জেলা থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও। বাড়ছে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা। সীমান্তবর্তী জেলায় রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

করোনার ভারতীয় ডেল্টা ধরনের প্রকোপ এবার দেশের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেও হানা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় মৃত্যু ও নতুন আক্রান্ত দুটোই বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ জন; যা দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি অধিক ঝুঁকিপূর্ণ বিভাগ রাজশাহী ও খুলনার চেয়েও বেশি।

সবশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে মারা গেছেন ১২ জন। ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১১৩ জন। হার ৩০ শতাংশ। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটে অতিরিক্ত শয্যা সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুলনাতে করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ১১ জন। ২৪ ঘণ্টায় ৪৪২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪৯ জন। সনাক্তের হার ৪২ শতাংশ।

করোনার হটস্পট সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় পাওয়া গেছে সর্বোচ্চ শনাক্তের হার- ৬১ শতাংশ। করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ৯ জন। যশোরে ৪ জন মারা গেছেন। ৪২০টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৬৩ জন। রোগী সনাক্তের  হার ৩৯ শতাংশ। কুষ্টিয়ায় মারা গেছেন ৭জন। ৩৬৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১১২ জন। হার ৩০ দশমিক চার তিন শতাংশ।

এ ছাড়া নওগাঁয় শনাক্তের হার ৩৫ শতাংশ, চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৩৮ শতাংশ, নাটোরে ৩৭ দশমিক ৮৩ শতাংশ, কুড়িগ্রামে ১৯ শতাংশ ও মেহেরপুরে ২০ শতাংশ। এ অবস্থায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে খুলনা, কুষ্টিয়া এবং বগুড়াতে। এর পরে আশঙ্কা দেখা দিয়েছে সীমান্ত পথে অবৈধ লোকচলাচল, ভারত থেকে গরু আমদানি, এবং সীমান্ত এলাকার কোরবানির পশুর হাট নিয়ে।  তবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সীমান্ত দিয়ে গরু আমদানি ও মানুষের চলাচলের ব্যাপারে সতর্ক রয়েছে সরকার।

সিনোফার্মার টিকা দেয়া শুরু, অগ্রাধিকার মেডিকেল কলেজ  ও নার্সিং শিক্ষার্থীরা

এদিকে, আজ থেকে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্মের টিকা প্রদান দেয়া শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সিনোফার্মার টিকায় অগ্রাধকিার পাবেন মেডিকেল কলেজের ও নার্সিং শিক্ষার্থীরা। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বাইরে সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে সিনোফার্মার টিকা দেয়া হচ্ছে। উপহার হিসেবে পাওয়া চীনের এ টিকা থেকে এর আগে প্রায় ৩০ হাজার টিকা বাংলাদেশ কর্মরত চীনা নাগরিকদের দেয়া হয়েছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ