একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যুর রেকর্ড দেখল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i94150-একদিনে_সর্বোচ্চ_১৫৩_জনের_মৃত্যুর_রেকর্ড_দেখল_বাংলাদেশ
বাংলাদেশে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। দেশে চলমান করোনা মহামারিকালে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২১ ০০:২২ Asia/Dhaka
  • একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যুর রেকর্ড দেখল বাংলাদেশ

বাংলাদেশে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। দেশে চলমান করোনা মহামারিকালে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের দেহে।  

২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭। মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের। শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। রংপুর ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৫ জন করে এবং রাজশাহী বিভাগে মারা গেছেন ১২ জন। #

পার্সটুডে/ বাবুল আখতার/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।