করোনা সংক্রমণ পরিস্থিতি: এক দিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i94762-করোনা_সংক্রমণ_পরিস্থিতি_এক_দিনের_ব্যবধানে_মৃত্যু_ও_শনাক্ত_দুটোই_বেড়েছে
বাংলাদেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুলাই ১৮, ২০২১ ১৮:৫৬ Asia/Dhaka
  • করোনা সংক্রমণ পরিস্থিতি: এক দিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

বাংলাদেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২০৪ জনের। ওই সময় করোনা শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪৮৯ জনের। তবে পরীক্ষা হয়েছিল অনেক কম, ২৯ হাজার ২১৪ জনের। রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৬ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের  মধ্যে পুরুষ ১২৩ জন ও মহিলা ১০২ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় এবং  বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ মৃত ২২৫ জনের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী রয়েছেন একজন। ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৫৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন মারা গেছেন।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৯৪ জনের। আর করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন।

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।