সিলেট-৩ আসনের উপনির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ
(last modified Mon, 26 Jul 2021 09:10:18 GMT )
জুলাই ২৬, ২০২১ ১৫:১০ Asia/Dhaka
  • সিলেট-৩ আসনের উপনির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলাদেশে সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। করোনাজনিত কঠোর লকডাউনের মধ্যে নির্বাচন না করার দাবিতে দায়েরকৃত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই স্থগিতাদেশ দেন।

২৮শে জুলাই নির্ধারিত  সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিতের জন্য এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের পাঁচজন আইনজীবী।

রোববার ডাকযোগে পাঠানো এ নোটিশে বল হয়েছে, ৩ লাখ ৫২ হাজার ভোটারের এই নির্বাচন অনুষ্ঠান সরকারের বর্তমান লকডাউন নীতিরও বিরোধী। তাছাড়া , ২৮শে জুলাই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই বলে এ দিন  ভোটগ্রহণ স্থগিত করার সুযোগ রয়েছে।

সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে আইনি নোটিশে বলা হয়, কার্যত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ এর দফা ৪ শর্তানুসারে সিলেট উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত। তাই ২৮শে জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা যাবে না এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের উচিত চলমান করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে লকডাউনের সময়ে নির্বাচন না করা এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্য যেকোন দিন ভোটগ্রহণের দিন নির্ধারণ করা। এ প্রেক্ষিতে হাইকোর্ট আজ  সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে দিয়েছে। উল্লেখ্য, গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন ২৮ জুলাই উপনির্বাচনের দিন নির্ধারণ করে। ধার্য সময় অনুযায়ী, এই আসনে আজ সোমবার মধ্যরাতে প্রচার শেষ হওয়ার কথা ছিল। আর আগামী বুধবার ভোট হওয়ার কথা ছিল।

সিলেট নগরের উপকণ্ঠে অবস্থিত তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি। উপনির্বাচনে মাঠে প্রার্থী রয়েছেন চারজন। তাঁরা হলেন—আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল),  স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।#

পার্সটুডে/ বাবুল আখতার /২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ