আগস্ট ০৮, ২০২১ ১৭:৪০ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ৮ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • উদ্বোধন হলেও হাসপাতাল রোগী নিচ্ছে না‌, এ কেমন কথা’-দৈনিক প্রথম আলো

  • গণটিকা কর্মসূচি 'গণসংক্রমণ' কর্মসূচিতে পরিণত হয়েছে : ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ

  • ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি-ইত্তেফাক

  • কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক, যুবক গ্রেফতার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

  • বঙ্গমাতার পরামর্শ আন্দোলনে গতির সঞ্চার করেছিল’ –মানবজমিন
  • অঝোরে কাঁদলেন মেসি, টিস্যু এগিয়ে দিলেন স্ত্রী রোকুজ্জো (ভিডিও) -যুগান্তর

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • জনসন অ্যান্ড জনসনের টিকা রুখতে পারে ডেল্টার সংক্রমণ, বুস্টার ছাড়াই, জানাল গবেষণা -আনন্দবাজার
  • কোভিডের তৃতীয় ঢেউ রুখতে মরিয়া রাজ্য! নোবেলজয়ী Abhijit Banerjee’র নেতৃত্বে শুরু নয়া প্রকল্প-আজকাল
  • ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস-তুরস্ক, প্রাণ বাঁচাতে ঘরছাড়া কয়েক হাজার, মৃত অন্তত ১০-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন
১. দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। এটি মানবজমিনের শিরোনাম। অন্যদিকে, প্রথম আলোর দুটি শিরোনাম হলো- ঢাকার এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় টিকা শেষ এবং ধানমন্ডির কেন্দ্রে টিকার দ্বিগুণ মানুষ। কী বলবেন এ সম্পর্কে?
২. বি-৫২ বোমারু বিমান দিয়ে আফগান তালেবানের ওপর হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ পত্রিকা ‘দ্যা টাইমস’ এই খবর দিয়েছে। আপনার মন্তব্য কী?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

উদ্বোধন হলেও হাসপাতাল রোগী নিচ্ছে না‌, এ কেমন কথা’-দৈনিক প্রথম আলো

উদ্বোধনের এক দিন পার হলেও রোগী ভর্তি শুরু হয়নি কোভিড ফিল্ড হাসপাতালে। এই হাসপাতালে এসে রোগীরা ভিড় করছেন। ভর্তির জন্য অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। অক্সিজেন সিলিন্ডার সমস্যা বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রোগী ভর্তি নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে তারা।

৮০ বছর বয়সী মা শামসুন নাহারকে কোভিড ফিল্ড হাসপাতালে ভর্তি করাতে সকাল সাড়ে ১০টা থেকে অপেক্ষা করছেন সৈয়দ প্রিন্স। মায়ের জরুরি আইসিইউ সাপোর্ট দরকার। তাঁদের বাড়ি মাদারীপুরে। তিনি বলেন, ‘আমরা রেফারেন্স নিয়ে আসছি, তা–ও ভর্তি করাতে পারছি না। অক্সিজেন লাইনে কাজ চলছে। উদ্বোধন করেছে হাসপাতাল, অথচ রোগী নিচ্ছে না‌। এ কেমন কথা।'

গণটিকা কর্মসূচি 'গণসংক্রমণ' কর্মসূচিতে পরিণত হয়েছে : ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান 'গণটিকা' কর্মসূচিকে 'গণসংক্রমণ' কর্মসূচি আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণতামাশা শুরু করেছে। চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। রবিবার (০৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে গণটিকার নামে একটি গণতামাশা শুরু হয়েছে। সরকারের হাতে টিকা এসেছে ১ কোটি ৬০ লাখ। অথচ শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে ২৬ কোটি টিকা। এ ছাড়া প্রথম এক সপ্তাহে এক কোটি টিকাদানের কথা বলে এখন এক দিনে ৩০ লাখ করে তিন দিন দেওয়ার কথা বলছে। সরকারের প্রতিটি পদক্ষেপেই প্রমাণিত হয়েছে, টিকাদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি-ইত্তেফাক

আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। ১১ তারিখ থেকে এটি ধাপে ধাপে শিথিল করা হবে। ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হবে, চলবে গণপরিবহন সেই সঙ্গে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে।

কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক, যুবক গ্রেফতার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা দাউদকান্দির মডেল মসজিদে হিন্দি গানের সাথে টিকটক ভিডিও করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম ইয়াছিন (২০)। তার বাড়ি দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায়। জেলার দেবিদ্বার উপজেলার  ভিংলাবাড়ী থেকে শনিবার (৭ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।  

আজ রবিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ  এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) নাজমুল হাসান রাফিসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা। 

অভিযান পরিচালনাকারী কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাশ জানান, মসজিদে টিকটক ভিডিও তৈরিকারীকে তার বাসা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। রবিবার গ্রেফতার ইয়াছিনকে আদালতে নিলে বিচারক গোলাম মাহবুব খান তাকে কারাগারে প্রেরণ করেন। 

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার দাউদকান্দিতে নির্মিত জেলার প্রথম মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও বানানোর অভিযোগ ওঠে দুই তরুণ ও তরুণীর বিরুদ্ধে। তাদের ধারণ করা ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

মুসল্লিরা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক অবয়বের একটি মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। ওই মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ-তরুণী টিকটক ভিডিও বানিয়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় এসব নোংরামি মানসিকতার পরিচয় দিয়ে টিকটক করতে পারে না। যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। 

টিকটক ভিডিওটি নজরে আসে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানার। তিনিও তার ব্যবহৃত আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীদের পরিচয় চেয়ে একটি স্ট্যাটাস দেন। মো. জুয়েল রানা জানান, মসজিদের বারান্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বঙ্গমাতার পরামর্শ আন্দোলনে গতির সঞ্চার করেছিল’ –মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসার সামলাবার পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন সংগ্রামে গতির সঞ্চার করেছিল। জাতির পিতার সহচর হিসেবে বঙ্গমাতা এক হাতে যেমন সংসার সামলেছেন তেমনি অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছেন।’আজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।শেখ হাসিনা বলেন, আমার মা একদিকে সংসার সামলেছেন অপরদিকে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিক সময়ে যাতে হয় তার ব্যবস্থা করেছেন। আন্দোলন সংগ্রামে এই দলকে বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেন সবমসয় সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাতে চলতে পারে সেই নির্দেশনা দিয়েছেন। সমস্ত তথ্য বাবার কাছে পৌঁছে দেয়া এবং জেলখানায় থাকা বাবার কাছ থেকে সিদ্ধান্তগুলো নিয়ে এসে দলের নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেয়ার মত কাজগুলো তিনি গোপনে করেছেন। এভাবেই তিনি তাঁর পুরো জীবনটাকে উৎসর্গ করেন আমার বাবার যে আদর্শ নিয়ে রাজনীতি করেন সেই আদর্শের কাছে।প্রধানমন্ত্রী বলেন, কিন্তু কখনও রাজনৈতিক নেতা হতে হবে, রাজনীতি করে কিছু পেতে হবে সে চিন্তা তাঁর (বঙ্গমাতার) ছিল না। কোন সম্পদের প্রতি ও তাঁর কোন আগ্রহ ছিল না। এভাবেই নিজের জীবনকে তিনি গড়ে তুলেছিলেন।আর সবশেষে আপনারা দেখেছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার মা খুনীদের কাছে নিজের জীবন ভিক্ষা চান নাই।

তিনি নিজে জীবন দিয়ে গেছেন।প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার সিঁড়িতে পড়ে থাকা মৃতদেহ দেখে সোজা বলে দিয়েছেন-‘তোমরা ওনাকে মেরেছ, আমাকেও মেরে ফেল।’ খুনিরা বলেছিল আমাদের সঙ্গে চলেন, ‘তোমাদের সঙ্গে আমি যাব না তোমরা এখানেই আমাকে খুন কর,’ খুনিদের বলে দেন তিনি। ঘাতকের বন্দুক গর্জে উঠেছিল, সেখানেই আমার মা’কে তারা নির্মমভাবে হত্যা করে ।তিনি বলেন, কতটা সাহস একটা মানুষের মনে থাকলে সে মানুষটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন ভিক্ষা না নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন। আজকে আমাদের দেশের নারী সমাজ যে একটা জায়গা খুঁজে পেয়েছে সেখানে আমি মনে করি আমার মা’য়ের এই কাহিনী শুনলে অনেকেই অনুপ্রেরণা পাবে। শক্তি ও সাহস পাবে দেশের জন্য, জাতির মঙ্গলে কাজ করতে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম স্বাগত ভাষণ দেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে পদক বিজয়ীদের হাতে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ তুলে দেন।রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য এ বছর পাঁচজন বাংলাদেশি নারীকে এই পদক প্রদান করা হয়েছে।প্রথমবারের মত অন্তর্ভূক্ত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ পদকটি এবার থেকে নারীদের জন্য 'ক' শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে গণ্য হবে। পুরস্কার হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের ৪০ গ্রাম ওজনের একটি পদক, ৪ লাখ টাকার চেক, সার্টিফিকেট এবং উত্তরীয় প্রদান করা হয়।পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম (মরনোত্তর), জয়াপতি (মরনোত্তর), মোসাম্মাৎ নুরুন্নাহার বেগম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং নাদিরা জাহান (সুরমা জাহিদ)।অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন। এছাড়া, পদক বিজয়ীদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন।নারীদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বঙ্গমাতার ৯১তম জন্ম বার্ষিকীতে দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ৬৪ জেলার ৪ হাজার অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার নারীকে ২ হাজার টাকা করে মোট ৪০ লাখ নগদ টাকা ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমও গোপালগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়।১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মহীয়সী নারী ফজিলাতুন্নেছা মুজিব। ৩ বছর বয়সে তিনি পিতা এবং ৫ বছর বয়সে মাতাকে হারিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর পিতা-মাতার কাছে লালিত পালিত হন এবং চাচাত ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার দাদা তাকে বিয়ে দেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন নেছা মুজিব আমৃত্যু স্বামীর পাশে থেকে একজন যোগ্য ও বিশ্বস্থ সহচর হিসেবে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন।

অঝোরে কাঁদলেন মেসি, টিস্যু এগিয়ে দিলেন স্ত্রী রোকুজ্জো -যুগান্তর

পৃথিবীজুড়ে কোটি কোটি মানুষ অপেক্ষায় ছিল, বিদায়ী বার্তা কী বলেন মেসি? প্রিয় ক্লাব ছেড়ে যাওয়ার আগে আবেগে কেমন আপ্লুত হন তিনি! কথা বলতে পারবেন তো!

ঠিক তেমনটাই ঘটল। প্রেস কনফারেন্স রুমে ঢুকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না মেসি। অঝোরে কাঁদতে শুরু করলেন। কথাই বলতে পারলেন না অনেকক্ষণ। এতোই কাঁদলেন যে স্বামীর আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে এগিয়ে আসলেন স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জো। টিস্যু এগিয়ে দিলেন চোখ-নাক মুছতে। অনেকক্ষণ পর কথা বলতে পারলেন মেসি। আর্জেন্টাইন তারকা বললেন, ‘বার্সা ছেড়ে চলে যাওয়া আমার জন্য অনেক কঠিন’।মেসির এই কান্নায় সংবাদ সম্মেলনটি আবেগের এক চাদরে ঢেকে গেল। সাংবাদিকদের চোখেও জল এসে গেছে অজান্তেই। রোববার বার্সেলোনার নু ক্যাম্পে মেসির এই বিদায়ী সংবাদ সম্মেলনে এভাবেই ২১ বছরের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল।

পরে সংবাদ সম্মেলনে এসে বক্তব্য দেন বার্সেলোনা ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। মেসিকে না রাখতে পারার ব্যাখ্যায় লাপোর্তা বলেন, একেবারে আর্থিক কারণেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বার্সেলোনা। এছাড়া আর কোনো কারণ নেই। মেসিকে ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য বার্সার কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের।  এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা আছে!

প্রসঙ্গত ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সার হয়ে মেসি জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ছয় বার ব্যালন ডি'অর অর্জন করেছেন।

জনসন অ্যান্ড জনসনের টিকা রুখতে পারে ডেল্টার সংক্রমণ, বুস্টার ছাড়াই, জানাল গবেষণা -আনন্দবাজার

করোনাভাইরাস‌ের ডেল্টা রূপের সংক্রমণও রুখে দিতে পারছে জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা। এই টিকা নেওয়া থাকলে পরে ডেল্টার সংক্রমণ রোখার জন্য আর বুস্টার শট নেওয়ারও প্রয়োজন নেই। দক্ষিণ আফ্রিকায় চালানো সাম্প্রতিক একটি ক্লিনিক্যাল ট্রায়াল এই সুখবর দিয়েছে। আমেরিকার সংস্থা জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য শনিবারই অনুমোদন দেওয়া হয়েছে। ওই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জানিয়েছে, কেউ যদি জনসন অ্যান্ড জনসনের একটি কোভিড টিকা নিয়ে থাকেন, তা হলে পরে তিনি করোনাভাইরাসের বিটা ও ডেল্টা রুপের সংক্রমণ রুখে দিতে পারবেন। সংক্রমিত হলেও তা ভয়াবহ হয়ে উঠবে না। মৃত্যুও হবে না।

জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা

ভারতে কোভিডের দ্বিতীয় তরঙ্গ যথেষ্টই ভয়াবহ হয়ে উঠেছিল। এই মাসেই তৃতীয় তরঙ্গ গোটা দেশে আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে শনিবারই দেশে আপৎকালীন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল তাই ভারতের পক্ষেও আশাপ্রদ, মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রকের তরফে শুক্রবার ওই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ঘোষণা করা হয় এক সাংবাদিক বৈঠকে। যদিও কোনও আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় সেই ফলাফল এখনও প্রকাশিত হয়নি। রয়েছে পিয়ার রিভিউ পর্যায়ে।

কোভিডের তৃতীয় ঢেউ রুখতে মরিয়া রাজ্য! নোবেলজয়ী Abhijit Banerjee’র নেতৃত্বে শুরু নয়া প্রকল্প-আজকাল

মারণ ভাইরাস কোভিডের বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব। প্রথম ধাক্কার পর বিশ্বের বহু দেশেই আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়ে ভারতবর্ষ। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক দেশেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। ভারতে এখনও কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েনি। তবে ভারতেও কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন। ভারতে কোভিডের তৃতীয় ঢেউ প্রভাব ফেলার আগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে একাধিক রাজ্য। মারণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচতে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে পশ্চিমবঙ্গ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে নয়া এই প্রকল্প চালু হয়ে যাবে আগামী ২ সপ্তাহের মধ্যে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

নয়া এই প্রকল্প চালু করার জন্য যাবতীয় রূপরেখা তৈরি হয়ে গিয়েছে বলেই জানাচ্ছে নিবন্ধের একটি সূত্র। ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চেই ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের প্রধান ডাক্তার অভিজিৎ চৌধুরী, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে আলোচনা হয় নয়া প্রকল্পের বিষয়ে। নয়া প্রকল্প অর্থাৎ রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা কোনও পরিকাঠামো তৈরি করার প্রয়োজন রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে উচ্চপর্যায়ের এক কমিটি। এই বিষয়ে আরও বেশি করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের দায়িত্ব দেওয়া হবে। আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন অক্সিমিটারের ব্যবহার, কোভিডের নানা উপসর্গ ও সাধারণ জ্বরের মধ্যে কী পার্থক্য তা মানুষকে বোঝানো হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি ভাল, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো যথেষ্ট উন্নত। কোভিড আক্রান্ত হলেই চিকিৎসা করান।’

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস-তুরস্ক, প্রাণ বাঁচাতে ঘরছাড়া কয়েক হাজার, মৃত অন্তত ১০-সংবাদ প্রতিদিন

জ্বলছে দক্ষিণ ইউরোপ (South Europe)। তুরস্ক (Tu থেকে গ্রিস, দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপের একাধিক দেশ। রবিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। তাঁদের মধ্যে একজন দমকলকর্মী। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু।

গ্রিসে (Grece) চলছে দাবদাহ। যা গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। এমন পরিস্থিতিতে তুরস্কের পর গ্রিসেও ছড়িয়েছে ভয়াবহ দাবানলে। শনিবার রাত থেকে ভয়াবহ আকার ধারণ করে এই দাবানল। দ্রুত এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে সকলকে। সহায়সম্বলহীন অবস্থায় ঘর ছাড়ছেন তাঁরা। শনিবার রাতেই প্রায় ২০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েকদিনে গ্রিসে মোট ১৫৪টি দাবানল শুরু হয়েছে। এগুলির মধ্যে ৬৪টি নেভানোর চেষ্টায় রয়েছে গ্রিস। বহু এলাকা থেকেই মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে হেলিকপ্টার, বিমানও। ইতিমধ্যে তিনশো দমকল, ৩৫টি ফায়ার ট্রাক, দশটি বিমান আগুন নেভাতে পারছে না। উদ্ধার কাজে নেমেছে সে দেশের সেনা। এই পরিস্থিতির জেরে বর্তমানে গ্রিসের গড় তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ১৯৮৭ সালের পর থেকে সেখানে এত গরম কখনও পড়েনি।

পার্সটুডে/ বাবুল আখতার /৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ