বাংলাদেশে গণটিকা কার্যক্রম: সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য
(last modified Sun, 08 Aug 2021 14:00:11 GMT )
আগস্ট ০৮, ২০২১ ২০:০০ Asia/Dhaka

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান কর্মসূচিতেও সরকার দলীয়করণ করেছে অভিযোগ করে ‘সার্বজনীন’ টিকা প্রদানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ (রোববার) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি জানান।


গতকাল শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ এই সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম জানান, দলের জাতীয় স্থায়ী কমিটি মনে করে, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে। চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান “গণ-সংক্রমণ অভিযানে “পরিণত হয়েছে। স্থায়ী কমিটির সভায় সরকারকে সকল প্রকার দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সার্বজনীন টাকা প্রদানের কার্য্করী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে। এ সময় টিকা প্রদানে সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপনের দাবি আবারো জানিয়েছেন বিএনপি।
করোনা টিকার বিষয়ে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত এবং মুক্তিযদ্ধবিষয়ক মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য প্রদান ও পরে প্রত্যাহারের বিষয়গুলো তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এসবের মধ্য দিয়ে সরকারের সমন্বয়হীনতা ও দায়িত্বহীতার পরিচয় জনগণের কাছে স্পষ্ট হয়েছে।

টিকা নিয়ে সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, করোনা টিকাদানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন হওয়া সত্ত্বেও সরকারের মন্ত্রী ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত ঘোষণায় জনগমের মাঝে চরম বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি হয়েছে।

দেশে টিকার কোন সংকট নেইঃ

পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন , দেশে টিকার কোন সংকট নেই। দেশের সকল নাগরিকই কভিড-১৯ প্রতিরোধক টিকা পাবেন । সরকারের হাতেও পর্যাপ্ত পরিমান টিকার মওজুদ রয়েছে। গtকাল শনিবার সকালে সিলেট নগরীর রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে ‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। আগামীতে আরো প্রচুর পরিমাণ টিকা দেশে আসবে। ‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে এ টিকা নেয়ার আহবান জানান।
টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড়
রোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে গতকাল থেকে সারাদেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে ‘গণটিকাদান কর্মসূচি’। পূর্ব নিবন্ধন ছাড়া কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের টিকা দেওয়া হচ্ছে। আজ রোববার দ্বিতীয় দিনে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে বৃষ্টির মধ্যেই ভোর থেকে টিকা নিতে আগ্রহী ২৫ বছরের বেশি বয়সী নারীপুরুষদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব বজায় রাখার কোনও সূযোগ ছিলনা। তবে দু’দিন ধরে লাইন দিয়ে টিকা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ফেনীতে টিকাকেন্দ্রে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত

ওদিকে, ফেনীর দাগনভূঞা উপজেলার বাতশিরি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে বাতশিরি উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ছাত্রলীগের ১০ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম কেন্দ্রে আগত লোকদের সহযোগিতা করছিল। এ সময় তাদের ওপর প্রতিপক্ষের ৩০থেকে ৪০ জনের একটি দল হামলা চালায়।

এতে রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, সাবেক শিক্ষা সম্পাদক ইফতিখার হোসেনসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। পরে কোরশমুন্সি ফাঁড়ি ও থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ময়মনসিংহে টিকাকেন্দ্রের স্বেচ্ছাসেবককে মারধর

এ ছাড়া, ময়মনসিংহ শহরে করোনার টিকাকেন্দ্রে নিয়োজিত রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে প্রায় আধা ঘণ্টা টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। আজ রোববার সকালে মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা ব্যক্তিদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হতে হয়। স্বেচ্ছাসেবককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে নারী স্বেচ্ছাসেবকের সঙ্গে ছাত্রলীগ নেতার বাগ্‌বিতণ্ডায় আড়াই ঘণ্টা টিকাদান বন্ধ ছিল। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এ কে শাকিল সেদিন এক নারী স্বেচ্ছাসেবকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এ ঘটনায় আটটি বুথে টিকা কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা।

স্বেচ্ছাসেবকদের ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ আলম তাঁর শ্যালকসহ বেশ কয়েকজন তরুণ-যুবককে নিয়ে টিকাকেন্দ্রে ঢোকেন। পরে তিনি ২৫ বছরের কমবয়সী তাঁর শ্যালককে টিকা দেওয়ার ব্যবস্থা করতে বললে স্বেচ্ছাসেবকেরা অপারগতা প্রকাশ করেন। এ সময় কাউন্সিলর টিকাগ্রহীতাদের নামের তালিকাসহ অন্য কাগজপত্র ছিনিয়ে নেন এবং স্বেচ্ছাসেবকদের ধমক দেন। পরে কাউন্সিলর উৎসব সিংহ নামের এক স্বেচ্ছাসেবকের শার্টের কলার ধরে টেনে বুথের বাইরে নিয়ে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। স্বেচ্ছাসেবককে হেনস্তার প্রতিবাদে ওই কেন্দ্রের স্বেচ্ছাসেবকেরা একযোগে বেরিয়ে গেলে আধা ঘণ্টা টিকাদান বন্ধ থাকে।

টিকা নেওয়ার ১২ ঘণ্টা পরই মৃত্যু

পাবনা জেলার ভাঙ্গুড়ায় সকালে করোনাভাইরাসের টিকা নিয়ে বিকেলেই মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মোকলেছ খন্দকার (৫২)। তিনি খানমরিচ ইউনিয়নের করতকান্দি খন্দকার পাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন খন্দকারের ছেলে। গতকাল শনিবার বিকেলে করতকান্দি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। ওই ঘটনায় এলাকায় সাধারণের মধ্যে টিকাগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হালিমা খানম বলছেন টিকার করণে নয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

১১ই আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল কঠোর বিধিনিষেধঃ 

প্রতি ঘণ্টায় ১০  জনের মৃত্যু ;   একদিনে নতুন আক্রান্ত ১০ হাজার ২৯৯ জন 

বাংলাদেশে  করোনা সংক্রমণে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ  ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  আগের দিনের তুলনায় দেশে মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে। তবে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আগের দিনের চেয়ে কমেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ। আগের দিন ২৬১ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ই আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গত কদিনে যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দু’শ-র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। 

আগের ঘোষণা অনুযায়ী,  ১১ই আগস্ট থেকে অফিস-আদালত এবং  দোকানপাট খুলে দেয়া হবে। সেদিন থেকে সড়কে পুনরায় গণ-পরিবহন চলাচল করবে।

স্থল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত 

ওদিকে, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস আজ( ০৮ আগস্ট)  সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের কঠোর বিধিনিষেধ তো মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত। এ সময় পর্যন্ত স্থল সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত বন্ধের মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে মাশফি বিনতে শামস বলেন, ‘আমরা এটা নিয়ে আবার বসব। তখন সিদ্ধান্ত হবে।’
উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতিr অবনতি  হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে প্রথমে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে দেয় বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় আটদিনের জন্য ৮ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।
বর্তমানে ভারতে আটকে-পড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর নিয়ে দেশে ফিরতে পাড়ছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।##

#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।