সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৮:৩৯ Asia/Dhaka
  • কোম্পানীগঞ্জে সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রেডিও তেহরান বাংলা বিভাগের প্রচারণার অংশ হিসেবে 'বাংলাদেশ-ইরান' মৈত্রী শিরোনামে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখা।

আজ (মঙ্গলবার) বিকেলে শাখা সভাপতি মো: চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।  

এসময় দিদারুল ইকবাল বলেন, "গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন সরবরাহ করে। পরিবেশকে সতেজ-সজীব ও গতিময় করে রাখতে এর জুড়ি নেই। আমাদের বিশ্বনবী রাসুল (সা.) নিজ হাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা করেছেন। ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।" রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শোনার আগ্রহী করে তুলতে দিদারুল ইকবাল বলেন, "আপনারা প্রতিদিন রেডিও এবং ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইরানে ভ্রমণ না করেও সে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার চলমান বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার তরতাজা সংবাদও জানতে পারবেন এই বেতারের অনুষ্ঠানে।

বাংলাদেশ-ইরানের মৈত্রী সম্পর্ককে স্মৃতিময় করে রাখতে এ এলাকায় দ্বিতীয়বার “বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্যক্রম” গ্রহণ করায় তিনি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার নের্তৃবৃন্দকে সাধুবাদ জানান।     

ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন বলেন, "একজন বেতার শ্রোতা হিসেবে আমাদের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার এবং অন্যান্য আন্তর্জাতিক বেতারের পাশাপাশি ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমাদের মতো আপনারাও রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন, ইরান ও বিশ্বকে জানুন।"  

আলোচনা সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ স্কুলের আঙিনায় “বাংলাদেশ-ইরান মৈত্রী” শিরোনামে কয়েকটি ফলের গাছের চারা রোপন করেন এবং স্থানীয় শিশু-কিশোর-বয়স্কদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সদস্য মো: আকবর আলী, জান্নাতুল ইসলাম এহসান, লাবীব ইকবাল, বাউল এছহাক, মো: সায়দুল হক, মো: নাছির, মো: আলম প্রমুখ।

 

বার্তা প্রেরক

তাছলিমা আক্তার লিমা

ভাইস চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ