নিজ দপ্তরের প্রাঙ্গণে তিনটি বৃক্ষ রোপণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i135222-নিজ_দপ্তরের_প্রাঙ্গণে_তিনটি_বৃক্ষ_রোপণ_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) সকালে বৃক্ষরোপণ করেছেন। ইরানের জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজ দপ্তর প্রাঙ্গণে তিনটি ফলের চারা রোপণ করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৫, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • তিনটি বৃক্ষ রোপন করেন ইরানের সর্বোচ্চ নেতা
    তিনটি বৃক্ষ রোপন করেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) সকালে বৃক্ষরোপণ করেছেন। ইরানের জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজ দপ্তর প্রাঙ্গণে তিনটি ফলের চারা রোপণ করেন।

ইরানে ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রাকৃতিক সম্পদ সপ্তাহ পালিত হয়। প্রাকৃতিক সম্পদ সপ্তাহ'র প্রথম দিনকে 'বৃক্ষরোপণ দিবস' হিসেবে অভিহিত করা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা তার অফিস প্রাঙ্গণে ফিলিস্তিনি জাতির অনন্য প্রতিরোধের প্রতিনিধিত্বকারী একটি যয়তুন চারা, একটি সাইপ্রাস চারা এবং একটি ফল গাছের চারাসহ তিনটি চারা রোপণ করেন। #  

পার্সটুডে/আশরাফুর রহমান/৫