বাংলাদেশে কমে আসছে করোনা এবং ডেঙ্গু সংক্রমণ: বিশ্লেষক প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i97704-বাংলাদেশে_কমে_আসছে_করোনা_এবং_ডেঙ্গু_সংক্রমণ_বিশ্লেষক_প্রতিক্রিয়া
বাংলাদেশে এখন স্বস্তির খবর হচ্ছে করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে। কমছে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২১ ১৮:৪৩ Asia/Dhaka

বাংলাদেশে এখন স্বস্তির খবর হচ্ছে করোনা এবং ডেঙ্গু সংক্রমণ কমে আসছে। কমছে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে  আর সনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ নতুন রোগী।

এদিকে, আগের দিন দেশে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কিছুটা বেড়ে ৪ দশমিক ৭৯ শতাংশে দাঁড়িয়েছে। গত সাড়ে ছমাসে এবারই প্রথম সনাক্তের হার শতকরা ৫ এর নিচে নেমেছে আসে। তবে এই পর্যন্ত গড় শনাক্তের হার চলছে ১৬ দশমিক ২৭ শতাংশ।

ডেঙ্গু সংক্রমণ কমছে

এদিকে, রাজধানীতে কমে আসছে ডেঙ্গু সংক্রমণের তীব্রতা। তারপরেও শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকগন। রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক আধ্যাপক ডাঃ মোঃ আনিসুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে এখন রোগী কমছে তবে এখনো শিশু রোগী বেশি। তাদের মধ্যে আবার নিউমোনিয়াও পাওয়া যাচ্ছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্ক রোগী বেশী আসছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালটিতে মোট ভর্তি রয়েছে  ১৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ১৪ জনই প্রাপ্ত বয়স্ক, আর চারজন শিশু।

সেন্ট্রাল হাসপাতালের  ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নুজরুল ইসলাম জানিয়েছেন, দুই সপ্তাহ আগেও দিনে প্রায় ৭০ জনের ওপরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থাকতেন। এখন তা কমে এসেছে অনেক। মাঝখানে ভর্তি রোগীদের মধ্যে শিশু আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্করা বেশি ভর্তি হচ্ছেন।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।