সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
রংপুরে হিন্দুপল্লীতে হামলা: বিএনপির তদন্ত কমিটি গঠন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সোমবার সন্ধ্যায় টুইট বার্তায় মিয়া সেপ্পো এ আহ্বান জানান ।
টুইট বার্তায় মিয়া সেপ্পো বলেছেন, 'বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।'
শেখ হাসিনার নির্দেশ
সারাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরে যে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে তা প্রতিরোধে দলের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এ ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার (১৯ অক্টোবর) সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এর আগে গত শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ মঙ্গলবার সারাদেশে সম্প্রীতি রক্ষা দিবস পালনের ঘোষণা দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
দেশে সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা ষড়যন্ত্র করছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন তারা আর আগাবেন না। আমরা এগুলোকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির ব্যবস্থা করবো এবং তাদেরকে জনগণের সম্মুখে উপস্থিত করবো।

ওদিকে, রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ধর্ম অবমাননাকর’ পোস্ট দেয়ার অভিযোগে পরিতোষ সরকার নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি’র আভিযোগ: ক্ষমতাসীনদের মদদেই পূজামন্ডপে হামলা
দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ক্ষমতাসীনদের মদদেই হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ইতোমধ্যে নোয়াখালীর চৌহমুনীতে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা নির্বাচন করতে পারে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্যটা কী? গত নির্বাচনের সময়ে তারা গায়েবি মামলা দিয়েছে, তার আগে নাশকতার মামলা দিয়েছে, তারও আগে বিস্ফোরক মামলা দিয়েছে। আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এখানে আমরা যারা বসে আছি, এমন কেউ নেই যে যার বিরুদ্ধে কমপক্ষে ১০০টি মামলা নেই।
বিএনপি’র দু’টি তদন্ত কমিটি গঠন
দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির, হিন্দুদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে বিএনপি। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপদ্রুত এলাকাগুলোয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে অরেকটি কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।
পুলিশের সতর্কবাণী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে পুলিশ। এমন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ও বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স থেকে গনবমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কুমিল্লার ঘটনার জের ধরে দেশের কয়েকটি জেলায় পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।