হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস সরকারের সড়ক-সেতু মন্ত্রীর
নোয়াখালীর চৌমুহনীতে হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নোয়াখালীর চৌমুহনীতে ভার্চুয়ালি হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতারা চৌমুহনীতে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠান আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি খেদের সাথে বলেন ‘চৌমুহনীতে গত ১২ বছর এমন কোনও ঘটনা ঘটেনি। নোয়াখালীতে পূজামণ্ডপে কোনও হামলা হয়নি। এবারের তাণ্ডবটা কেন হলো, কীভাবে হলো, আমি সেখানকার নেতাদের প্রশ্নটা রাখতে চাই। কুমিল্লার ঘটনার পর চৌমুহনীতে আপনারা কেন সতর্ক হলেন না।’
ওবায়দুল কাদের বলেন, ‘ভোট এলেই হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দু দরদ দেখাই, হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? এ প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমি রেখে গেলাম।’
সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এত বড় সংগঠন, এত কর্মী বাহিনী। কুমিল্লার ঘটনার পর দিন চৌমুহনীর ঘটনা ঘটেছে। যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন, আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো? এ রকম তাণ্ডব চৌমুহনীতে তারা করে গেলো।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সেখানে দুটি প্রাণহানি ঘটলো। আমাদের বিবেক কি আলোড়িত হচ্ছে না। আমি বলবো, আমাদের দায়িত্ব পালনে ব্যর্থতা আছে। সেটা নিজেরা খুঁজে বের করুন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এত মণ্ডপ চৌমুহনীতে জ্বালিয়ে-পুড়িয়ে দিলো, আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন? একটা প্রতিরোধও তো হলো না। এটা নোয়াখালীর সন্তান হিসেবে আমাকে দুঃখ দিয়েছে। আমি নিজে লজ্জা পেয়েছি। কী জবাব দেবো আজ হিন্দু সম্প্রদায়কে।
ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস
বেগমগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে সরকারের মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে। আপনাদের যে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়ি যেগুলো পুড়ে গেছে, সেগুলো সরকারিভাবে করে দেওয়া হবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার মুখে নয় অন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। শেখ হাসিনা আপনাদের আপনজন। এ ঘটনায় সরকার আপনাদের সঙ্গে আছে, এ কথা আপনাদের আশ্বস্ত করছি।’
চৌমুহনীর ঘটনার নেপথ্য ব্যক্তিদের খুঁজে বের করার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এর কিছু কিছু প্রমাণ পাওয়া হবে। কারা এর পেছনে খুঁজে বের করবো এবং শাস্তি নিশ্চিত করবো।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন