সম্প্রতি জাহাজের একমাত্র নারী নাবিককে মুক্তি দেয়া হয়
আটক বিদেশি জাহাজের আরো ৭ নাবিককে মুক্তি দিল ইরান
ইরানের হাতে আটক পর্তুগালের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমএসসি অ্যারিসের আরো সাত ক্রুকে মুক্তি দিয়েছে তেহরান। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ইরানের পানিসীমায় বেআইনিভাবে ঢুকে পড়ার কারণে জাহাজটি আটক করা হয়েছিল।
ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় শনিবার জানায়, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এসব ক্রুকে মুক্তি দেয়া হয়েছে। ইরানের বন্দর ও জাহাজ চলাচল অধিদপ্তরের পক্ষ থেকে আদালতের অনুমোদন পাওয়ার পর এসব বিদেশি ক্রু মুক্তি পেয়েছে বলে ওই মন্ত্রণালয় জানায়।
মুক্তিপ্রাপ্ত সাত নাবিকের পাঁচজন ভারতীয়, একজন এস্তোনিয়া ও অপরজন ফিলিপাইনের নাগরিক। এসব নাবিক দক্ষিণ ইরানের ‘বন্দর আব্বাস’ বন্দরে নোঙর করা জাহাজ এমএসসি অ্যারিস ত্যাগ করে শনিবার নিজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।
জাহাজটির বাকি ক্রুরা এখনও জাহাজটিতে অবস্থান করছেন এবং তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এর আগে চলতি মাসের গোড়ার দিকে জাহাজটির একমাত্র নারী নাবিককে মুক্তি দেয়া হয়। জাহাজের অবশিষ্ট ১৭ নাবিক এখনও আটক জাহাজটিতে অবস্থান করছেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১২