ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল
https://parstoday.ir/bn/news/event-i137616-ইউক্রেন_যুদ্ধে_ভূমিকা_রাখছে_ব্রিটিশ_কমান্ডো_দল
আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা গণমাধ্যমের কাছে অসাধানতাবশত স্বীকার করেছেন যে, ইউক্রেন যুদ্ধে গোপনে ব্রিটিশ কমান্ডোরা কাজ করছে। তবে মার্কিন ওই জেনারেলের মন্তব্য পরে গণমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ১৪, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল

আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা গণমাধ্যমের কাছে অসাধানতাবশত স্বীকার করেছেন যে, ইউক্রেন যুদ্ধে গোপনে ব্রিটিশ কমান্ডোরা কাজ করছে। তবে মার্কিন ওই জেনারেলের মন্তব্য পরে গণমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়।

মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান ফেন্টন অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন। এপির পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধে মার্কিন সেনারা কী শিক্ষা গ্রহণ করেছে

জেনারেল ফেন্টনের এই সাক্ষাৎকার রোববার প্রকাশ হয়। তিনি তাতে বলেন, ব্রিটিশ কমান্ডোদের দৃষ্টি দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি যারা সেখানে নতুন যুদ্ধ পদ্ধতির শিক্ষা দিচ্ছে। উদাহরণ হিসেবে মার্কিন জেনারেল ব্রিটিশ কমান্ডোদের ড্রোন পরিচালনা এবং কৃষ্ণসাগরে জাহাজ পরিচালনার কথা উল্লেখ করা। 

পরে এপির ওই সাক্ষাৎকার থেকে এই সমস্ত অংশ সরিয়ে নেয়া হয়েছে যার ভেতরে ব্রিটিশ সামরিক বাহিনীর কোনো ভূমিকার কথা উল্লেখ নেই। 

বহুদিন আগে থেকেই রাশিয়ার সামরিক বাহিনী বলে আসছে- ব্রিটিশ সেনা সদস্যরা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২২ সালের অক্টোবর মাসে কৃষ্ণ সাগরের রুশ নৌবহরে যে ভয়াবহ ড্রোন হামলা হয়েছিল তার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল ব্রিটিশ বাহিনীর সদস্যরা।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।