ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ার বৈশ্বিক প্রচেষ্টার মূল অংশ হলো ব্রিকস
https://parstoday.ir/bn/news/event-i137744-ন্যায়ভিত্তিক_বিশ্ব_গড়ার_বৈশ্বিক_প্রচেষ্টার_মূল_অংশ_হলো_ব্রিকস
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, উদীয়মান অর্থনীতির ব্রিকস জোট একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মূল অংশ। তিনি বলেন, এই জোটের মধ্যদিয়ে স্বাধীন দেশগুলোর স্বার্থ রক্ষার বিষয়ে আন্তর্জাতিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২৪ ১১:৪৮ Asia/Dhaka
  • ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী (মাঝে)
    ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী (মাঝে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, উদীয়মান অর্থনীতির ব্রিকস জোট একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মূল অংশ। তিনি বলেন, এই জোটের মধ্যদিয়ে স্বাধীন দেশগুলোর স্বার্থ রক্ষার বিষয়ে আন্তর্জাতিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

গতকাল (শুক্রবার) ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে রাশিয়া সফর করছেন এবং তিনি তাতারিস্তান প্রজাতন্ত্রের কাজানে ১৫তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেন। মুসলিম দেশগুলোর সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

আলী বাকেরি কানি বলেন, ব্রিকস জোটকে সক্রিয়ভাবে কাজে লাগিয়ে একটি ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য ইরান ও রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, আমাদের ইচ্ছা হলো ব্রিকস জোটকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরো কার্যকরভাবে এবং দক্ষতার সাথে এগিয়ে নেয়ার ব্যবস্থা করা। এজন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোকে এই জোটে যোগদানের জন্য ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। 

চলতি বছরের প্রথম দিকে ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকসের পূর্ণ সদস্য হয়েছে। এছাড়া, সদস্য হয়েছে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। 

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকার সম্মিলিত উদ্যোগে ব্রিকস গঠিত হয়। বর্তমানে এই জোটভুক্ত দেশগুলোর আওতায় বিশ্বের শতকরা ৪০ ভাগ জনসংখ্যা রয়েছে। এছাড়া, বিশ্ব জিডিপির চারভাগের একভাগ এই দেশগুলোর দখলে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।