স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমসহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/event-i137756-স্বায়ত্তশাসিত_নেভিগেশন_সিস্টেমসহ_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করেছে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া সফলতার সাথে একটি স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটি শত্রুদের মোকাবেলায় পরমাণু সক্ষমতা বাড়ানোরও অঙ্গীকার করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৮, ২০২৪ ১৫:১৭ Asia/Dhaka
  • স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা
    স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়া সফলতার সাথে একটি স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটি শত্রুদের মোকাবেলায় পরমাণু সক্ষমতা বাড়ানোরও অঙ্গীকার করেছে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে একটি সামরিক মহড়া চালানোর পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল। যৌথ মহড়ায় আমেরিকা স্টিল্থ জঙ্গিবিমান ব্যবহার করেছে।

উত্তর কোরিয়ার সামারিক বাহিনী পূর্বসাগরে এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং দেশটির নেতা কিম জং উন তা পর্যবেক্ষণ করেন। আজ (শনিবার) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ জানিয়েছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে। 

বার্তা সংস্থা কেসিএনএ নতুন স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমের ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতা ও নিখুঁতভাবে আঘাত আনার সক্ষমতার প্রশংসা করেছে। অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা এই সিস্টেম পরীক্ষার জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।