পশ্চিমারা আগুন নিয়ে খেলছে: মস্কোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i137758-পশ্চিমারা_আগুন_নিয়ে_খেলছে_মস্কোর_হুঁশিয়ারি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে নতুন করে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য উৎসাহ দিয়ে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে। প্রকৃতপক্ষে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। গতকাল (শুক্রবার) জাখারোভা সাংবাদিকদের এসব কথা বলেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৮, ২০২৪ ১৫:৪৩ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে নতুন করে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য উৎসাহ দিয়ে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে। প্রকৃতপক্ষে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। গতকাল (শুক্রবার) জাখারোভা সাংবাদিকদের এসব কথা বলেন। 

খারকিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী ভূমি হারানো শুরু করার পর রাশিয়ার বিভিন্ন শহরে তারা হামলা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়টি উল্লেখ করে মারিয়া জাখারোভা বলেন, আমেরিকা এবং ব্রিটেনের যেসব ব্যক্তি এই বর্বর হামলার পেছনে মদদ দিচ্ছেন তারা দৃশ্যমান।

তিনি বলেন, পশ্চিমারা শুধুমাত্র দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্র সরবরাহ করছে না বরং এসব অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিয়েভকে সবুজ সংকেত দিচ্ছে। এ অবস্থায় আমরা আরো একবার ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস এবং অন্য পশ্চিমা দেশগুলোকে দৃঢ়ভাবে সতর্ক করছি যে, তারা আগুন নিয়ে খেলছে। রাশিয়া তার ভূমিতে এই ধরনের হামলাকে বিনা জবাবে পার পেতে দেবে না।

বৃহস্পতি ও শুক্রবার ইউক্রেনীয় সেনারা ইউএভি এবং নৌ ড্রোন ব্যবহার করে ক্রিমিয়া, ক্রাসনোদর এবং রাশিয়ার আরো কয়েকটি অঞ্চলে সম্মিলিত আক্রমণ শুরু করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ১০০টির বেশি ড্রোন মাঝ আকাশে বাধা দেয়া হয়েছে। এছাড়া, ছয়টি মনুষ্যবিহীন নৌকা কৃষ্ণসাগরীয় বহরের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮