মে ২৩, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ানের জানাযা নামাজে মানুষের ঢল
    আব্দুল্লাহিয়ানের জানাযা নামাজে মানুষের ঢল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে আজই আরও পরে মাশহাদে ইমাম রেজা (আ.)'র মাজার কমপ্লেক্সে দাফন করা হবে। আজ মাশহাদের জনগণ প্রেসিডেন্টকে শেষবিদায় জানাচ্ছেন।

গোটা মাশহাদ শহরই জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখানে কান্নার রোল পড়ে যায়। লাখ লাখ জনতার সবার হাতে হাতে ছিল প্রেসিডেন্ট রায়িসির ছবি এবং বিভিন্ন ব্ক্তব্য লেখা প্ল্যাকার্ড। এর আগে বিরজান্দ শহরের লোকজনও শহীদ প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া, ইরানের পররাষ্ট্রন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে আজ তেহরানের অদূরে রেই শহরের ইমামজাদা আব্দুল আজিম (আ.)'র মাজার এলাকায় দাফন করা হয়েছে। রেই শহরে তার শেষবিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন।

এদিকে, ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির বাসভবনে গিয়ে গতরাতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এর আগে গতকাল সকালে রাজধানী তেহরানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের জানাজা নামাজ পড়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ