মে ২৪, ২০২৪ ১৯:৩১ Asia/Dhaka
  • ভারতের সুপ্রিম কোর্ট
    ভারতের সুপ্রিম কোর্ট

লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মোট ভোটদানের বিস্তরিত পরিসংখ্যান প্রকাশের দাবিতে এডিআরের করা মামলায় নির্বাচন কমিশনকে কোনও নির্দেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট।

ভোট পর্ব সম্পন্ন হওয়ার মধ্যে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। এ বিষয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ বলেছে, "২০১৯ সালের যে আবেদন রয়েছে, সেই একই আবেদন রয়েছে ২০২৪ সালের মামলাতেও। ফলে আমরা কোনও অন্তবর্তীকালীন আদেশ দিতে পারব না। গ্রীষ্মের ছুটির পর এই অন্তবর্তীকালীন মামলার শুনানি হবে।"

আদালত আরও বলেছে, "আমরাও দায়িত্বপূর্ণ নাগরিক। আমাদের এই সময়ে হাত তুলে নেওয়াই উচিত।" তবে লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, "আগামীকাল ষষ্ঠ দফার ভোট পর্ব। তার আগে ৫টি দফার ভোট হয়ে গিয়েছে। যে কাজটির কথা বলা হচ্ছে, তারজন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী প্রয়োজন। বাস্তব পরিস্থিতিটাও আমাদের বুঝতে হবে।"

এডিআরের পক্ষে আইনজীবী দুষ্মন্ত দাভে আদালতে বলেন, "নির্বাচন কমিশনের ওপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে। যাঁরা এর বিরুদ্ধে আদালতে এসেছেন, তাঁদেরও আস্থা রয়েছে। যদি আমরা এমন কোনও দিক তুলে ধরি যেটাতে নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তুলবে, কেন তা থামিয়ে দেওয়া হবে।"

তিনি জানান, প্রথম দুই দফার ভোটের পর কমিশন ভোটদানের হার সংশোধন করেছে।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে মনিন্দর সিং বলেন, এই আবেদন করা হয়েছে পুরোপুরি সন্দেহের ওপর ভিত্তি করে। ফলে কেন সেই আবেদন শোনা হচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

 

ট্যাগ