ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট কে, কার সাথে আলোচনা: পুতিনের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/event-i137974-ইউক্রেনের_বৈধ_প্রেসিডেন্ট_কে_কার_সাথে_আলোচনা_পুতিনের_প্রশ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে। সে কারণে কিয়েভের সাথে যেকোনো রকমের অর্থবহ আলোচনা করতে হলে রাশিয়াকে আগে নিশ্চিত হতে হবে, কে বৈধভাবে ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন? 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০২৪ ১৪:৪৪ Asia/Dhaka
  • জেলেনস্কি
    জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে। সে কারণে কিয়েভের সাথে যেকোনো রকমের অর্থবহ আলোচনা করতে হলে রাশিয়াকে আগে নিশ্চিত হতে হবে, কে বৈধভাবে ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন? 

গতকাল (শুক্রবার) বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকোশেংকোর সাথে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে পুতিনের মন্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন। 

পুতিন জোর দিয়ে বলেন, ইউক্রেনের সাথে চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য মস্কো আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তবে আলোচনা অবশ্যই সাধারণ জ্ঞানের ভিত্তিতে হতে এবং সরেজমিনের বাস্তবতা স্বীকার করতে হবে। আলোচনা কার সাথে হবে- তা নিয়েও প্রশ্ন তোলেন পুতিন। 

পুতিন বলেন, “আমি স্বীকার করছি এটি খুবই অদ্ভুত ধরনের প্রশ্ন। কিন্তু আমরা জানি এর বর্তমান রাষ্ট্র প্রধানের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে।”

পুতিন বলেন, আসন্ন "শান্তি শীর্ষ সম্মেলন", আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে যা কিয়েভ সরকার সক্রিয়ভাবে প্রচার করেছে। মূলত জেলেনেস্কিকে বৈধতা দেয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন পুতিন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।