জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i137976-জাপানের_সাথে_পরমাণু_অস্ত্র_ধ্বংসের_চুক্তি_বাতিল_করল_রাশিয়া
জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। ‍ গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০২৪ ১৪:৫৭ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। ‍ গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। 

জাপানের অবন্ধুসুলভ নীতির কারণে ছয় মাস আগে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো। ১৯৯৩ সালের অক্টোবর মাসে দুই দেশ এই যৌক্তিক সই করে। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য দুই দেশ চুক্তিবদ্ধ হয়। এসব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের। 

গতকালের বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "রুশ সরকার এবং জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ১৯৯৩ সালের ১৩ অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি ২০২৪ সালের ২১ মে থেকে আর কার্যকর নেই।" 

প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন গত বছরের নভেম্বরে চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেন। মস্কো বলছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার প্রকাশ্যে রুশ-বিরোধী নীতি গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ।"

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে যে সামরিক অভিযান চালিয়ে আসছে জাপান তার নিন্দা করেছে এবং মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। ২০২২ সালে জাপান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।