পাকিস্তান থেকে মার্কিন ও ব্রিটিশ রাষ্ট্রদূত বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i137980-পাকিস্তান_থেকে_মার্কিন_ও_ব্রিটিশ_রাষ্ট্রদূত_বহিষ্কারের_দাবিতে_বিক্ষোভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতি সমর্থন দেয়ার প্রতিবাদে পাকিস্তানে নিযুক্ত আমেরিকা ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
মে ২৫, ২০২৪ ১৬:৩৫ Asia/Dhaka
  • পাকিস্তানে ফিলিস্তিনি শিশুদের প্রতীকী কফিন নিয়ে মিছিল
    পাকিস্তানে ফিলিস্তিনি শিশুদের প্রতীকী কফিন নিয়ে মিছিল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতি সমর্থন দেয়ার প্রতিবাদে পাকিস্তানে নিযুক্ত আমেরিকা ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

এতে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানোর জন্য নিরাপদ করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান সরকারের সিদ্ধান্তমূলক এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার দাবি জানান। 

গতকাল (শুক্রবার) যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে তা প্রকৃতপক্ষে এক সপ্তাহ ধরে চলে আসছিল এবং জাতীয় সংসদ ভবনের কাছে অনুষ্ঠিত ওই সমাবেশে হাজার হাজার ছাত্র, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক ও সমাজকর্মী অংশ নেন। 

সমাবেশে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে পাকিস্তান সরকারের হস্তক্ষেপ করা উচিত। কারণ ১৫ লাখ মানুষ ইহুদিবাদী বাহিনী দ্বারা ঘেরাও হয়ে আছে এবং তাদের বিরুদ্ধে ক্ষুধাকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর অত্যাধুনিক বোমাও মারা হচ্ছে।

সেইভ গাজা ক্যাম্পেইনের সংগঠক আমানা জানজুয়া বলেন, অবশ্যই প্রত্যেক মুসলমানের অনুভূতি ও সমবেদনা আছে এবং তারা পরিস্থিতি নিয়ে খুব বিরক্ত কারণ এখনো কোনো অগ্রগতি নেই।

ইহুদিবাদী ইসরাইলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে তার পক্ষে অবস্থান নেয়ার জন্যও পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। গাজা আগ্রাসনে আমেরিকা ও ব্রিটেন নগ্নভাবে ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।