আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i153166-আফগানিস্তান_পাকিস্তান_উত্তেজনা_আঞ্চলিক_স্থিতিশীলতার_জন্য_হুমকি_আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কেবল মানুষের প্রাণহানিই ঘটাবে না বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকেও সংকটাপন্ন করবে।
(last modified 2025-10-18T12:41:28+00:00 )
অক্টোবর ১৮, ২০২৫ ১৮:৩০ Asia/Dhaka
  • আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি
    আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কেবল মানুষের প্রাণহানিই ঘটাবে না বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকেও সংকটাপন্ন করবে।

শনিবার আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

টেলিফোনালাপে সংযম, শত্রুতা অবিলম্বে বন্ধ এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্যের সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, "দুই মুসলিম দেশের মধ্যে অব্যাহত উত্তেজনা কেবল মানুষের প্রাণহানিই ঘটাবে না বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করে তুলবে। এসময় কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমাতে এবং গঠনমূলক সংলাপ সহজতর করতে ইরানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন আরাকচি।

৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে পৌঁছানোর তিন দিন পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এই মন্তব্য করা হয়েছে। এই যুদ্ধবিরতিতে দুই পক্ষের কয়েক ডজন সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রায় এক সপ্তাহের রক্তপাত বন্ধ হয়ে যায়।

মুত্তাকি তার পক্ষ থেকে সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে একটি প্রতিবেদন প্রদান করে বলেন যে, ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান সামরিক সংঘাতের চেয়ে সংলাপ এবং শান্তির পথ পছন্দ করে।

উভয় পক্ষ হেলমান্দ নদীর জল অধিকারের বিষয়টি নিয়েও আলোচনা করেছে এবং বিদ্যমান চুক্তিগুলোকে সম্মান করার এবং জল সম্পদ ব্যবস্থাপনা এবং অপচয় রোধে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের উপর জোর দিয়েছে।#

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।