ইউনিসেফের দাবি
‘রাফাহ শহরে ইসরাইলিদের নির্বোধ শিশুহত্যা বন্ধ করতে হবে’
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যে নির্বোধের মতো শিশু হত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। গত রোববার ইহুদিবাদী ইসরাইল রাফাহ শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করার পর ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল এই আহ্বান জানালেন।
সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি বলেন, “পুড়ে যাওয়া তাবুর ভেতর থেকে বের করা আহত শিশুদের ছবি দেখে আমি ভীষণভাবে মর্মাহত হয়েছি। শিশুদের এবং তাদের পরিবারের সদস্যদের পুড়ে যাওয়ার এই দৃশ্য আমাদের সবাইকে মর্মাহত করেছে। তাঁবু-নির্মিত অস্থায়ী শিবিরে ইসরাইলের বিমান হামলা কোনমতেই ন্যায়সঙ্গত কাজ হতে পারে না।”
আমেরিকার দেয়া যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করে ইহুদিবাদী ইসরাইল ওই আশ্রয় শিবির ধ্বংস করে।
ক্যাথরিন রাসেল বলেন, রাফা শহরের উদ্বাস্তু শিবিরে ইসরাইলের হামলা এবং সেখানকার বিপর্যয়কর অবস্থা সম্পর্কে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্রিফ করেছেন এবং অবিলম্বে শিশু হত্যা বন্ধ করে সেখানে মানবিক ত্রাণ পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
ক্যাথরিন রাসেল তার পোস্টে আরো বলেন, “আমরা সাত মাস ধরে গাজায় এই মর্মান্তিক দৃশ্য দেখছি যার ফলে হাজার হাজার শিশু নিহত কিংবা আহত হয়েছে। তাঁবু দিয়ে অস্থায়ীভাবে নির্মিত আশ্রয় শিবিরে ইসরাইলের বিমান হামলা কোনভাবেই ন্যায়সঙ্গত কাজ হতে পারে না।”#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।