জাতিসংঘে শ্রদ্ধা
শহীদ রায়িসির রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করলেন মহাসচিব গুতেরেস
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির রাজনৈতিক প্রজ্ঞার বিশেষ প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট রায়িসির প্রতি শ্রদ্ধা জানানোর সময় গুতেরেস এই প্রশংসা করেন।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান-সহ গুরুত্বপূর্ণ আট কর্মকর্তা শহীদ হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হলো।
জাতিসংঘ মহাসচিব তার বক্তৃতায় বলেন- ইরান, মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জিং সময়ে প্রেসিডেন্ট রায়িসি ইরানের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, মৃত্যুর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট রায়িসি আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে মিলে ‘কিয কালাসি’ বাঁধ উদ্বোধন করেছেন যা দুই দেশের যৌথভাবে নির্মিত সবচেয়ে বড় প্রকল্প।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই কঠিন সময়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা সত্যিই আগের যেকোন সময়ের চেয়ে বেশি জরুরি। এই ধরনের সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আস্থা গড়ে তোলে, তেমনি দ্বন্দ্ব ও মতবিরোধ দূর করতে সাহায্য করে। হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণকারীদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান জাতিসংঘ মহাসচিব।#
পার্সটুডে/এসআইবি/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।