জুন ০১, ২০২৪ ০৯:৩৮ Asia/Dhaka
  • বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা
    বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মানামার এ প্রচেষ্টার কথা জানান।

আলে খলিফা বলেন, তার দেশ শান্তি, ক্ষমা ও মানবিক সহাবস্থানে বিশ্বাসী এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির আলোকে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

বাহরাইনের রাজা বলেন, আমরা প্রতিবেশী দেশ হিসেবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চাই এবং মধ্যপ্রাচ্যে শান্তি শক্তিশালী করা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাই।

তিনি ফিলিস্তিন যুদ্ধের ক্ষতিকারক প্রভাব মোকাবিলার যেকোনো প্রচেষ্টাকেও স্বাগত জানান। হামাদ বিন ঈসা আলে খলিফা গাজা যুদ্ধ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। বাহরাইনের খলিফা চীনের সঙ্গে তার দেশের বন্ধুত্ব ও সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

এর আগে সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন হামাদ আলে খলিফা। সেখানে তিনি বলেন, অতীতে ইরানের সঙ্গে বাহরাইনের যে সমস্যা ছিল তা দূর হয়ে গেছে। কাজেই ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাওয়ার ক্ষেত্রে দেরি করার কোনো কারণ নেই।

২০১৫ সালে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জের ধরে তেহরানের সঙ্গে মানামার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে ইরানের পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর বাহরাইনও ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ দেখাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ