সুইডিশ কর্মকর্তার ইরানবিরোধী ‘ভিত্তিহীন ও আক্রোশপূর্ণ’ বক্তব্য
তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সুইডেনের একজন কর্মকর্তার ইরানবিরোধী ‘ভিত্তিহীন ও আক্রোশপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইডিশ ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
গতকাল (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক তার দপ্তরে সুইডিশ কূটনীতিককে তলব করেন। তিনি বলেন, ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে’ সুইডেনের ওই কর্মকর্তা ইরানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সুইডিশ কূটনীতিককে বলেন, কিছু পক্ষ দু’দেশের দীর্ঘদিনের সম্পর্ককে নস্যাত করার জন্য এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। কাজেই সুইডিশ কর্তৃপক্ষকে এ ধরনের প্রচারণার ব্যাপারে অতীতের চেয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে।
এ সময় সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, তিনি ইরানের প্রতিবাদের কথা অবিলম্বে স্টকহোমকে জানাবেন।
সম্প্রতি সুইডেনের গোয়েন্দা কর্মকর্তা ড্যানিয়েল স্টেনলিং দাবি করেন, ইরান ওই ইউরোপীয় দেশে ইসরাইলি স্বার্থে আঘাত করার জন্য সুইডিশ অপরাধী চক্রের সদস্যদের ভাড়া করেছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।