আরদাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করলো ইরানি গোয়েন্দা বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i138338-আরদাবিল_থেকে_মোসাদের_এজেন্ট_গ্রেফতার_করলো_ইরানি_গোয়েন্দা_বাহিনী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি গোয়েন্দা সদস্যরা। আটক ব্যক্তি দখলদার ইসরাইল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২৪ ১০:৫৯ Asia/Dhaka
  • আরদাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করলো ইরানি গোয়েন্দা বাহিনী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি গোয়েন্দা সদস্যরা। আটক ব্যক্তি দখলদার ইসরাইল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে। 

দেশের ভেতরে অপতৎপরতার কারণে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেরারি অবস্থায় রয়েছে। অন্যদিকে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল। আরদাবিল প্রদেশের প্রসিকিউটর অফিসের আদেশে তাকে আটক করা হয়।

প্রাদেশিক প্রসিকিউটর অফিসের মিডিয়া ব্যুরোর তথ্য মতে- মোসাদ এজেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্চ পর্যায়ের ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে ছিল এবং একজন বার্তা সম্পাদকের ছদ্মবেশে সে তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল।

আরদাবিল প্রদেশে এক আকস্মিক অভিযানে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। এর আগে সে সেখানে আশ্রয় নেয়ার আশায় বেশ কয়েকটি প্রদেশে ভ্রমণ করে এবং অবশেষে দেশ ত্যাগ করেছিল।

গ্রেফতারকৃত গুপ্তচর ইরানের দক্ষিণাঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যক্তির গ্রেপ্তারের খবর প্রকাশের সাথে সাথে মোসাদ তার সামাজিক মাধ্যমগুলোর অ্যাকাউন্ট দ্রুত বন্ধ করা এবং এ সম্পর্কিত তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।