বিস্ফোরক বোঝাই ড্রোনের ব্যবহার বাড়ছে
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ১০
-
নিহত ইসরাইলি সেনা স্টাফ সার্জেন্ট (অব.) রাফায়েল কাউডার্স
ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলীয় হারফিশ শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনাসহ দুই সেনা নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল (বুধবার) হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়।
ইসরাইলের দখলদার বাহিনী আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফায়েল কাউডার্স। অ্যালন ব্রিগেডের ৫০৩০তম ব্যাটালিয়নে সে কর্মরত ছিল।
গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তখন ওই এলাকায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরাইলের সামরিক বাহিনী বলছে, কেন সাইরেন বাজেনি তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
হিজবুল্লাহ বলেছে তারা বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং ওই এলাকার একটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর দুটি ড্রোন আঘাত হানে। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, হিজবুল্লাহর হামলায় ১১ জন আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, তিনজন মাঝারি পর্যায়ের আহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৬