'দখলদার ইসরাইল ধ্বংসের সূচনা হয়েছে'
(last modified Fri, 07 Jun 2024 13:13:21 GMT )
জুন ০৭, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • 'দখলদার ইসরাইল ধ্বংসের সূচনা হয়েছে'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের সূচনা হয়েছে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় আল-আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। কাজেম সিদ্দিকি বলেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবে না।

কাজেম সিদ্দিকি

 

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং এর অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের ওপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরাও বলছেন ইহুদিবাদ বা জায়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের পক্ষে ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী (রহ.)'র নানা পদক্ষেপের কথা তুলে ধরে জুমার নামাজের ইমাম বলেন, ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন ইমাম খোমেনী (রহ.)।

এ সময় তিনি ইসরাইলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলা অর্থাৎ 'সত্য প্রতিশ্রুতি' অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, এর মধ্যদিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত  হয়েছে।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার সময় বলেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির পথ এগিয়ে নিতে হবে।#

পার্সটুডে/‌এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লে্খা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।