সরকার গড়ার আমন্ত্রণ পেয়ে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদী, কী বললেন তিনি ?
https://parstoday.ir/bn/news/event-i138400-সরকার_গড়ার_আমন্ত্রণ_পেয়ে_রাষ্ট্রপতি_ভবনে_প্রধানমন্ত্রী_মোদী_কী_বললেন_তিনি
তৃতীয় বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২৪ ১৯:৫৮ Asia/Dhaka
  • সরকার গড়ার আমন্ত্রণ পেয়ে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদী, কী বললেন তিনি ?

তৃতীয় বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা জানান তিনি। এক দশকের প্রধানমন্ত্রীত্বে মোদী কখনও সাংবাদিক বৈঠক করেননি। শুক্রবার নিজের বক্তব্য জানালেও প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হননি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী বলেন, ‘‘এটুকু আশ্বাস দিতে পারি, গত দু’দফায় (তাঁর প্রধানমন্ত্রিত্বের) উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা থাকবে।’’ এর পরে তিনি বলেন, ‘‘মাননীয় প্রেসিডেন্ট আমাকে ডেকেছিলেন। সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাঁকে জানিয়েছি, ৯ তারিখ (রবিবার) বিকেলে শপথগ্রহণ হলে ভাল হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি প্রেসিডেন্টকে পাঠিয়ে দেব।’’