ইরান বিশ্বজুড়ে ‘প্রতিরোধ, মুক্তি আন্দোলনের নেতা': হিজবুল্লাহ
(last modified Sat, 08 Jun 2024 13:16:02 GMT )
জুন ০৮, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  • লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম
    লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিশ্বজুড়ে প্রতিরোধ আন্দোলনের নেতা এবং ইসরাইলপন্থী পশ্চিমা নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রীক ব্যবস্থার মোকাবেলাকারী একমাত্র দেশ হিসেবে ইরানের প্রশংসা করেছেন।

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম ইসলামি বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা হযরত ইমাম খোমেনির ৩৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণে বৈরুতে ইরানের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিবৃতি দেন। শেখ কাসেম বলেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ও মুক্তি আন্দোলনের নেতা এবং ইহুদিবাদী শাসককে সমর্থনকারী এক মেরু ব্যবস্থার মোকাবেলা করার একমাত্র দায়িত্বশীল নেতা।"

অবরুদ্ধ গাজা উপত্যকার সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, 'ইহুদিবাদী দখলদারিত্ব একটি অক্ষম শাসন ব্যবস্থার নাম এবং শিশু, নারী এবং নিরীহ নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে পরাজিত হয়েছে।' শেখ কাসেম বলেন, ইসরাইলি শাসনব্যবস্থাও একটি রাজনৈতিক পতনের দ্বারা আচ্ছন্ন এবং এটি একটি 'ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থায়' রয়েছে।

দেশটির দক্ষিণে লেবাননের প্রতিরোধ আন্দোলন ও ইসরাইলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের বিষয়টিকে উল্লেখ করে শেখ কাসেম বলেন, 'দক্ষিণ লেবাননে দখলদার শত্রুর সঙ্গে হিজবুল্লাহর লড়াই প্রতিরোধ ও ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার যুদ্ধ… আমরা আবারও জোর দিচ্ছি যে, গাজার যুদ্ধ পুরোপুরি শেষ না হলে দক্ষিণ লেবানন ফ্রন্টে সংঘাত থামবে না।

লেবাননে প্রতিরোধকামীদের বৃহৎ আকারের যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জোর দিয়ে হিজবুল্লাহর উপপ্রধান বলেন, 'শত্রু যদি উসকানিমূলক কর্মকাণ্ড চালাতে চায়, তার মানে সে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং এর ফলে হিজবুল্লাহ তার সর্বশক্তি দিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করবে।'

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ