জুন ০৯, ২০২৪ ১৩:৪৩ Asia/Dhaka
  • ‘এখনই নিঃশর্তভাবে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে হবে’

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-এইটের পররাষ্ট্রমন্ত্রীরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা ও আগ্রাসন নিঃশর্তভাবে এখনই বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল (শনিবার) তুরস্কের ইস্তাম্বুল শহরে সংস্থার মন্ত্রীদের বিশেষ বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর গণহত্যামূলক যুদ্ধ শিগগিরি স্থায়ী ও নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে ত্রাণ কার্যক্রমের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য সংস্থা যে সমস্ত প্রস্তাব পাস করেছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করারও দাবি জানিয়েছেন ডিএইটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। 

সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজার রাফাহ শহরে দ্রুত যুদ্ধবিরতি এবং সেখান থেকে সেনাপ্রত্যাহার করতে ইহুদিবাদী ইসরাইলকে যে নির্দেশ দিয়েছে তা মেনে চলতে বাধ্য করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএইটের পররাষ্ট্রমন্ত্রীরা। 

এছাড়া, ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল যে অস্ত্র ব্যবহার করছে তার সরবরাহ বন্ধ করতেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে ডি-এইট সংস্থা। এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গাজার মানুষকে হত্যার পাশাপাশি তাদের ঘরবাড়ি, হাসপাতালে, স্কুল, মসজিদ,  গির্জা এবং অন্যান্য সহায় সম্পত্তি ধ্বংস করে চলেছে। 

ডি-এইটের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ