“হামাস শুধু ‘হ্যা’ বললেই পারত”
গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার ব্যাপারে হামাসের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়: ব্লিঙ্কেন
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাবের ব্যাপারে হামাস যে জবাব দিয়েছে তা ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, মূল প্রস্তাবে হামাস ‘অনেক বেশি পরিবর্তন’ এনেছে এবং তার কিছু অংশ ‘বাস্তবায়নযোগ্য’ এবং কিছু অংশ ‘বাস্তবায়নযোগ্য নয়’।
মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন গতকাল (বুধবার) কাতারের রাজধানী দোহায় স্বাগতিক পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করা সম্ভব কিন্তু হামাস প্রস্তাবটিতে পরিবর্তন আনার কারণে চুক্তি বাধাগ্রস্ত হবে কিনা তিনি সে নিশ্চয়তা দিতে পারছেন না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ৩১ মে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে প্রকাশ্যে তিন ধাপে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তুলে ধরে দাবি করেন, এটি ইসরাইলের পক্ষ থেকে দেয়া হয়েছে; যদিও তেল আবিবের পক্ষ থেকে এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
গত ১০ জুন বাইডেনের সেই প্রস্তাবটি লিখিত আকারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে, ইসরাইলি সেনারা উপত্যকা ত্যাগ করবে, গাজার পুনর্নির্মাণ কাজ শুরু হবে এবং দৈনিক ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।
হামাস প্রস্তাবটিতে কিছু সংশোধনী এনে তাদের মতো করে একটি প্রস্তাব ১১ জুন কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দোহায় বলেন, হামাস একটি শব্দের মাধ্যমে প্রস্তাবটির জবাব দিতে পারত এবং সেটা হতে পারত- ‘হ্যা’ অর্থাৎ আমরা মেনে নিলাম। কিন্তু তা না করে তারা প্রায় দুই সপ্তাহ সময় নিয়ে এমন কিছু পরিবর্তন এনেছে যাতে তাদের আগের আকাঙ্ক্ষার চেয়েও বেশি কিছু দাবি করা হয়েছে।
হামাস ঠিক কী পরিবর্তন এনেছে বা কী দাবি করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি ব্লিঙ্কেন। তবে হামাস নেতারা গণমাধ্যমকে বলেছেন, তারা ইসরাইলের পক্ষ থেকে এই নিশ্চিয়তা চান যে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এবং দখলদার সেনারা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নেবে।
এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢালাওভাবে হামাসকে দায়ী করে গেলেও যৌথ সংবাদ সম্মেলনে কাতারি পররাষ্ট্রমন্ত্রী হামাস ও ইসরাইল উভয়ের ওপর চাপপ্রয়োগের দাবি জানান। তিনি বলেন, প্রস্তাবটির ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে এবং তেল আবিব গাজার রাফাহ শহরে যে হামলা চালিয়ে যাচ্ছে তা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাবের ব্যাপারে দু’পক্ষের মধ্যে যে দূরত্ব রয়েছে তা অবিলম্বে দূর করতে হবে।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।