‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়েমেনের বিরুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ করতে হচ্ছে’
https://parstoday.ir/bn/news/event-i138638-দ্বিতীয়_বিশ্বযুদ্ধের_পর_ইয়েমেনের_বিরুদ্ধে_সবচেয়ে_কঠিন_যুদ্ধ_করতে_হচ্ছে’
লোহিত সাগরে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন যুদ্ধের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এ খবর দিয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২৪ ১১:৪১ Asia/Dhaka
  • ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়েমেনের বিরুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ করতে হচ্ছে’

লোহিত সাগরে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন যুদ্ধের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এ খবর দিয়েছে। 

গত সাত মাস ধরে ইয়েমেনের নৌবাহিনীর অব্যাহত অভিযানের মুখে মার্কিন বাহিনী অনেকটা পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তারা মারাত্মক বিপদের মুখোমুখি রয়েছেন বলে মার্কিন সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন।

লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস লাবুনের কমান্ডার এরিক ব্লুম্বার্গ এপিকে বলেন, আমার মনে হয় না যে, লোকজন বুঝতে পারছে আমরা কতটা প্রাণঘাতী যুদ্ধ করছি এবং মার্কিন জাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে।

তিনি বলেন, আমরা দেখছি শুধু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং হুথি তাদের এই হামলা অব্যাহত রাখবে।

মার্কিন সাবমেরিন বাহিনীর সাবেক সদস্য এবং হাডসন ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্ক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী এই প্রথম এত কঠিন যুদ্ধের মুখে পড়েছে। তিনি বলেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা যে হামলা চালাচ্ছে তা সব সময় মার্কিন বাহিনী মোকাবেলা করতে পারছে না এবং এভাবে হামলা অব্যাহত থাকলে কিছুদিন পর হুথিরা আরো বেশি দক্ষ ও অভিজ্ঞ বাহিনী হিসেবে গড়ে উঠবে।

গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজায়ে আগ্রাসন শুরু করার পর থেকে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরাইল ও তার মিত্রদের জাহাজে হামলা চালিয়ে আসছে। ইসরাইলি স্বার্থ রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইরানের সামরিক বাহিনীর ওপর হামলা শুরু করেছে। পাল্টা জবাবে হুথিরা লোহিত সাগরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৫