কৌশলগত অচলাবস্থায় পড়েছে তেল আবিব: হামাস নেতা রিশ্‌ক
https://parstoday.ir/bn/news/event-i138758-কৌশলগত_অচলাবস্থায়_পড়েছে_তেল_আবিব_হামাস_নেতা_রিশ্_ক
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশ্‌ক বলেছেন, ৮ মাসের যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের কারণেই ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে গেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৮, ২০২৪ ১৯:৫৪ Asia/Dhaka
  • কৌশলগত অচলাবস্থায় পড়েছে তেল আবিব: হামাস নেতা রিশ্‌ক

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আর-রিশ্‌ক বলেছেন, ৮ মাসের যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের কারণেই ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে গেছে। 

গতকাল (সোমবার) ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেন। এর আগে এই মন্ত্রিসভা থেকে বেনিগান্তজ পদত্যাগ করেছিলেন। এক সপ্তাহের বেশি সময় আগে গান্তজ পদত্যাগ করার সময় অভিযোগ করেছিলেন, নেতানিয়াহু গাজা উপত্যকায় যে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তা ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। 

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরু পর ১১ অক্টোবর ইসরাইল যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করে। গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলগুলোর ওপর চাপ জোরদার করার লক্ষ্য নিয়ে নেতানিয়াহু এই পদক্ষেপ নেন। 

গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ৩৭ হাজার ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৮