ইসরাইলকে গোপনে অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্লিংকেন
https://parstoday.ir/bn/news/event-i138774-ইসরাইলকে_গোপনে_অস্ত্র_দেয়ার_প্রতিশ্রুতি_দিয়েছেন_ব্লিংকেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গোপনে ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একথা জানিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৯, ২০২৪ ১২:৫৯ Asia/Dhaka
  • ব্লিঙ্কেন (বোমে)
    ব্লিঙ্কেন (বোমে)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গোপনে ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একথা জানিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাপের মুখে রয়েছেন বলেও দাবি করেন নেতানিয়াহু। মার্কিন সরকার নতুন করে যেসব অস্ত্র ও গোলাবারুদ দিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য সাড়ে তিন হাজার বোমা।

এ বিষয়ে গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ব্লিংকেন তাকে আশ্বস্ত করেছেন যে, অস্ত্র সরবরাহের বাধাগুলো দূর করতে হোয়াইট হাউস দিনরাত কাজ করছে।”

এর আগে গত সপ্তাহে জেরুজালেমে ব্লিঙ্কেনের সাথে বৈঠকের সময় নেতানিয়াহু অস্ত্র প্রবাহের বাধা অপসারণের দাবি করেছিলেন।

অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসন বন্ধ করার কথা বলে আমেরিকা মে মাসের প্রথম দিকে কিছুদিনের জন্য ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।