ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i138884-ভারতের_শিক্ষামন্ত্রীর_পদত্যাগের_দাবিতে_দেশজুড়ে_বিক্ষোভ
সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা বা নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক চলছে। পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। আর এসএফআই এই ইস্যুতে পরীক্ষা সংস্থা এনটিএ বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে। তবে নিট পরীক্ষা কিংবা এনটিএ বাতিল করেনি কেন্দ্রীয় সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২৪ ১৬:০১ Asia/Dhaka
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা বা নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক চলছে। পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। আর এসএফআই এই ইস্যুতে পরীক্ষা সংস্থা এনটিএ বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে। তবে নিট পরীক্ষা কিংবা এনটিএ বাতিল করেনি কেন্দ্রীয় সরকার।

আজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ২০০৪ ও ২০১৫ সালে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছিল। এবার প্রশ্নপত্র ফাঁস হলেও তা অল্পসংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। পরীক্ষা বাতিল করলে লক্ষ লক্ষ পড়ুয়ার সঙ্গে অন্যায় করা হবে। ধর্মেন্দ্র আরো বলেছেন, সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই শীর্ষ আদালত এবিষয়ে যে রায় দেবে সেটাই চূড়ান্ত হবে। তবে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেখা গেছে ৬৭ জন পড়ুয়া ৭২০ নম্বর পেয়েছে।

এদিকে নিট নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মাঝেই ইউজিসি-নেট (ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট) বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। অস্বচ্ছতার কারণ দেখিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়।

তবে ইউজিসি-নেট বাতিল এবং নিট নিয়ে যখন জোর টানাপোড়েন চলছে তখন কেন্দ্রীয় সরকার, প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে পাবলিক এগজামিনেশন অ্যাক্ট, ২০২৪ কার্যকর করার কথা ঘোষণা করেছে।

অন্যদিকে, নিট বিতর্ক ও নেট বাতিলের ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এনটিএ বাতিলের দাবিতে দেশজুড়ে চলছে বিক্ষোভ।

পরীক্ষা সংস্থা এনটিএ বাতিল ও শিক্ষা মন্ত্রীকে পদত্যাগের দাবিতে ফের সরব হয়েছে এসএফআই। গতকাল দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করেছে।#

পার্সটুডে/জিএআর/২২