ঈদে গাদির উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করলেন হাজার হাজার মানুষ
https://parstoday.ir/bn/news/event-i138982-ঈদে_গাদির_উপলক্ষে_ইরানের_সর্বোচ্চ_নেতার_সঙ্গে_দেখা_করলেন_হাজার_হাজার_মানুষ
আজ (মঙ্গলবার) পবিত্র ঈদে গাদির উপলক্ষে ও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিপুল সংখ্যক মানুষের এক সমাবেশে বক্তব্য রেখেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৫, ২০২৪ ১৫:২১ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

আজ (মঙ্গলবার) পবিত্র ঈদে গাদির উপলক্ষে ও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিপুল সংখ্যক মানুষের এক সমাবেশে বক্তব্য রেখেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি ঈদে গাদির উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ঈদে গাদির ছাড়াও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলেছেন। তেহরানে ইমাম খোমেনি (রহ.) হোসাইনিয়াতে এই সমাবেশের আয়োজন করা হয়। 

৬৩২ খ্রিস্টাব্দ বা দশম হিজরির ১৮ জিলহজ মহানবী (সা) মহান আল্লাহর নির্দেশে আমিরুল মু’মিনিন হযরত আলী (আ) নিজের খলিফা বা প্রতিনিধি বলে ঘোষণা করেন। এই দিনটিকেই ঈদে গাদির হিসেবে উদযাপন করা হয়। বিদায় হজের পর রাসূল (সা.) মদিনায় ফেরার পথে গাদির-এ-খুম নামক স্থানে এ ঘোষণা দেন। 

পার্সটুডে/এসএ/২৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।