‘ইরান-রাশিয়া গ্যাস সমঝোতা চুক্তি পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে’
https://parstoday.ir/bn/news/event-i139050-ইরান_রাশিয়া_গ্যাস_সমঝোতা_চুক্তি_পুরো_অঞ্চলের_স্বার্থ_রক্ষা_করবে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, তার দেশের সাথে রাশিয়ার যে গ্যাস সরবরাহ চুক্তি হয়েছে তা পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০২৪ ১৩:৫০ Asia/Dhaka
  • ‘ইরান-রাশিয়া গ্যাস সমঝোতা চুক্তি পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, তার দেশের সাথে রাশিয়ার যে গ্যাস সরবরাহ চুক্তি হয়েছে তা পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।

গতকাল (বুধবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন মোহাম্মদ মোখবের। তিনি বলেন, এই চুক্তির মধ্যদিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো অনেক বেশি গভীর হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই চুক্তি হবে কার্যকরী পদক্ষেপ। 

‌ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক অপরিবর্তনীয় এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যায় দুই দেশ একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে তাও এই চুক্তি মাধ্যমে জোরদার করা সম্ভব হবে। 

গতকাল সই হওয়া গ্যাস চুক্তির বিষয়ের উচ্ছ্বাস প্রকাশ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার ব্যাপারে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসির সরকারের বিভিন্ন উদ্যোগের কথা এ সময় উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৭