ইসরাইলের গণহত্যার মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করুন
https://parstoday.ir/bn/news/event-i139208-ইসরাইলের_গণহত্যার_মূল_পরিকল্পনাকারীর_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা_জারি_করুন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক নীতি অনুসরণের মূল পরিকল্পনাকারী ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০২, ২০২৪ ১১:২৯ Asia/Dhaka
  • বেজালেল স্মোট্রিচ
    বেজালেল স্মোট্রিচ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক নীতি অনুসরণের মূল পরিকল্পনাকারী ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

স্মোট্রিচ হচ্ছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকারের একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব যিনি বর্তমানে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী এবং সম্প্রতি তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার আহ্বান জানিয়েছেন। 

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ বলেন, তিনি বুঝতে পারেন না কেন আইসিসি’র প্রধান কৌঁসুলি এখনো স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেননি। 

আলবানিজ সুস্পষ্ট করে বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের মূল পরিকল্পনাকারীদের একজন হলেন স্মোট্রিচ।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।