নিট নিয়ে যাবতীয় তথ্য চেয়েছে শীর্ষ আদালত
ফের কি পরীক্ষার নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট?
ভারতের স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তবে পুনরায় নিট চেয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
আজ শীর্ষ আদালত নতুন করে নিট করানোর নির্দেশ না দিলেও ইঙ্গিত দিয়েছে যে, অসদুপায় অবলম্বন করে যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের ফের পরীক্ষায় নেয়া হতে পারে। এরইমধ্যে নিট দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কাছে বুধবারের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত।
এদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করার আর্জি জানালে আদালত তা মঞ্জুর করে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে উপাচার্য নিয়োগে জট কাটাতে একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। সেই সঙ্গে কী ভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয়েও নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত।
সাধারণত সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়। তবে এ বিষয়টি নিয়ে আগেই রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে বিবাদ তৈরির ফলে আজ সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।