গাজায় আনরোয়ার অর্ধেক অফিস ধ্বংস হয়ে গেছে: লাজ্জারিনি
https://parstoday.ir/bn/news/event-i139430
ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ইসরাইলের চলমান বর্বরতার কারণে গাজায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত অর্ধেকের বেশি অফিস ধ্বংস হয়ে গেছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০৯, ২০২৪ ১২:১৬ Asia/Dhaka
  • গাজায় আনরোয়ার অর্ধেক অফিস ধ্বংস হয়ে গেছে: লাজ্জারিনি

ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ইসরাইলের চলমান বর্বরতার কারণে গাজায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত অর্ধেকের বেশি অফিস ধ্বংস হয়ে গেছে। 

গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। লাজ্জারিনি সুস্পষ্ট করে বলেন, গাজায় আনরোয়ার শতকরা ৫০ ভাগ অফিস ধ্বংস হয়ে গেছে এবং এসব অফিসে কর্মরত ৫০০’র বেশি মানুষ ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছে। 

গাজার খান ইউনুস শহরের পরিস্থিতি উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, গত ছয় থেকে সাত মাসে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং বর্বরতার কারণে সেখানকার আড়াই লাখ মানুষ উদ্বাস্ত হয়েছে। তিনি বলেন, তার সংস্থার পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে যে, গাজা উপত্যকায় কোথাও নিরাপদ স্থান নেই। 

এদিকে, সোমবার আনরোয়ার মুখপাত্র লুইস ওয়াটারিজ বলেছেন, গাজা উপত্যকায় যেসব ভবন অবশিষ্ট রয়েছে সেগুলো একটি সুতোয় ঝুলছে। তিনি বলেন, "ধ্বংসস্তুপে ভরা রাস্তার পাশে বিশাল গর্ত এবং সেখানে যারা বাকি আছে তাদের বেঁচে থাকার আশা খুব কম।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।