মিডল ইস্ট আইয়ের রিপোর্ট
গাজা যুদ্ধের মধ্যে ইসরাইলের সাথে সম্পর্ক গভীর করেছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মধ্যে ইসরাইলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক গভীর করার উদ্যোগ নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরই মাঝে ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসরাইলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে গবেষণামূলক সহযোগিতা জোরদার করেছে।
আমেরিকা এবং ইউরোপে যখন ইসরাইলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জোর যার হচ্ছে তখন ভারতের পক্ষ থেকে সম্পর্ক গভীর করার উদ্যোগ নেয়া হয়েছে। ইসরাইলের প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিরক্ষা, রোবটিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত সহযোগিতা জোরদার হয়েছে। গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তাতে ভারত সহযোগিতা করছে বলেও সন্দেহ করা হচ্ছে।
মিডল ইস্ট আই বলছে, যখন থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে পরিষ্কার করেছে যে, ইসরাইল গাজায় গণহত্যা চালাতে পারে তখন থেকে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরাইলি বিশ্ববিদ্যালয় এবং অস্ত্র কোম্পানিগুলোর সাথে ১২টিরও বেশি বৈঠক, ওয়ার্কশপ এবং চুক্তি সম্পন্ন করেছে।
ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বয়কট আন্দোলন চলার মধ্যে ভারতের সম্পর্ক গভীর করার পদক্ষেপ ইসরাইলকে তার অংশীদারিত্বের নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১০