'সিরিয়ায় নির্বাচনের নামে সার্কাস! এখানে তরবারিগুলোই ক্ষমতায়!'
https://parstoday.ir/bn/news/west_asia-i152756-'সিরিয়ায়_নির্বাচনের_নামে_সার্কাস!_এখানে_তরবারিগুলোই_ক্ষমতায়!'
পার্স টুডে - এক্স সোশ্যাল নেটওয়ার্কের আরবিভাষী ব্যবহারকারীরা সিরিয়ার সংসদ নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করেছেন।
(last modified 2025-10-08T11:56:06+00:00 )
অক্টোবর ০৮, ২০২৫ ১৬:১৩ Asia/Dhaka
  • সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীদের প্রতিক্রিয়া: সিরিয়ায় নির্বাচনের নামে সার্কাস! এখানে তরবারিগুলোই ক্ষমতায়!
    সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীদের প্রতিক্রিয়া: সিরিয়ায় নির্বাচনের নামে সার্কাস! এখানে তরবারিগুলোই ক্ষমতায়!

পার্স টুডে - এক্স সোশ্যাল নেটওয়ার্কের আরবিভাষী ব্যবহারকারীরা সিরিয়ার সংসদ নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করেছেন।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রথম পার্লামেন্টের নির্বাচনী প্রক্রিয়া রবিবার শেষ হয়েছে। এই নির্বাচনে, নির্বাচনী কমিটির মাধ্যমে ১৪০ জন সদস্য নির্বাচিত হবেন এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ আল-জোলানি অবশিষ্ট এক-তৃতীয়াংশ (৭০ জন সদস্য) নিয়োগ করবেন, যার ফলে সংসদীয় আসনের মোট সংখ্যা ২১০-এ পৌঁছাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম X-এর আরবিভাষী ব্যবহারকারীরা সিরিয়ার সংসদ নির্বাচনকে প্রতীকী এবং হাস্যকর বলে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে, "ফাহাদ আল-কাঞ্জ" নামের একজন ইউজার লিখেছেন: "কীসের নির্বাচন? সমস্ত সিরিয় নাগরিক এই হাসির নাটক তথা প্রহসন বয়কট করেছে। তারা জনগণের প্রতিনিধিত্ব করার জন্য ৭,০০০ কর্মচারীকে ভোটার হিসেবে নিয়োগ করেছে এবং বেশ কিছু সুবিধাভোগীর নাম ঘোষণা করেছে।" 

আরেকজন এক্স ব্যবহারকারী সোমান হাসান সিরিয়ার সাম্প্রতিক সংসদীয় নির্বাচনকে নিয়োগদান হিসেবে অভিহিত করে লিখেছেন, এগুলো নির্বাচন ছিল না, বরং ছিল নিয়োগ দান, এবং এগুলো আমাদের গোত্রীয় রাজাদের কথা মনে করিয়ে দেয়। এটি তথাকথিত গণ-পরিষদের নামে সিরিয়াকে বিক্রি করার কাজে আল-জোলানির সিদ্ধান্তগুলোকে বৈধতা দেয়ার একটি খেলা।"

আথ-থাইর শরীফও হুঁশিয়ারি দিয়ে লিখেছেন যে আল-জুলানির মাধ্যমে সিরিয়ানদের প্রতারিত হওয়া উচিত নয়। তিনি লিখেছেন: "নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আজ-জুলানি সিরিয়ানদের বিশ্বাস করাতে চেয়েছেন যে তিনি সিরিয়াকে মুক্ত করেছেন, তবে সিরিয়ানদের সতর্ক থাকা উচিত।"

একজন এক্স কর্মী রান্ডা কাসিসও সিরিয়ার সংসদীয় নির্বাচনের সমালোচনা করে লিখেছেন: "নির্বাচন নয়, বরং সিরিয়ার নির্বাচনী সার্কাস! এটা কেমন নির্বাচন যখন পার্লামেন্টের এক তৃতীয়াংশ সদস্যকে আল-জোলানি নিজেই নির্বাচন করেছেন? আরেক এক-তৃতীয়াংশ কথিত জনপ্রতিনিধি বা সাংসদ নির্বাচনের জন্য ভোট দিতে পারবে কেবল একটি বিশেষ কমিটি যে কমিটির সদস্যদের নির্বাচন করা হয়েছে আল-জোলানির মাধ্যমে এবং কেবল শেষ এক-তৃতীয়াংশ আসন সাধারণ শ্রেণীর ভোটারদের জন্য সংরক্ষিত - তবে এই শর্তে যে এই ভোটারদেরকে আল-জোলানির প্রতি তাদের চিরন্তন আনুগত্য ঘোষণা করতে হবে! যেহেতু এই সন্ত্রাসী নেতা ও তথাকথি বুদ্ধিজীবি নির্বাচন সংস্কারের শিল্পে দক্ষতা অর্জন করেছেন, তাই তিনি সিরিয়ানদের নির্বাচন সম্পর্কে চিন্তা করার ঝামেলা থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আল-জোলানি সরকার আমাদের কাছ থেকে আশা করে যে আমরা বসে এই দুর্বল হাসির নাটক বা কমেডিটির প্রশংসা করব যা একটি মার্কিন কমেডির কথা মনে করিয়ে দেয়।"

আরেকজন আরবিভাষী ইউজার "মাজদি" লিখেছেন: "সিরিয়া কোথায় এবং সিরিয়ার জনগণ কোথায়? সিরিয়ার ভূমিতে কিছু মিলিশিয়া এবং কয়েকটি গ্যাং ছাড়া আর কিছুই নেই। জোলানি সিরিয়ার জনগণকে ছাড়াই নির্বাচন করেছেন। তরবারিগুলোই এখন সিরিয়াকে শাসন করছে।"

"ইয়াসির আমজাদ"ও লিখেছেন: "সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দেয়া আইসিসের খুনি ও অপরাধী সদস্যদের নির্বাচন নিয়ে কি আমাদের খুশি হওয়া উচিত? ইসরায়েলি বাহিনীর ছায়ায় নির্বাচন অনুষ্ঠানে সিরিয়ার সার্বভৌমত্ব কোথায় থাকল?" #

 

পার্স টুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।