সিরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করা হবে: পেজেশকিয়ান
(last modified Thu, 11 Jul 2024 04:31:58 GMT )
জুলাই ১১, ২০২৪ ১০:৩১ Asia/Dhaka
  • বাশার আল-আসাদ ও মাসুদ পেজেশকিয়ান
    বাশার আল-আসাদ ও মাসুদ পেজেশকিয়ান

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাবে। তিনি গতকাল (বুধবার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক ফোনালাপে এ প্রত্যয় জানান।

পেজেশকিয়ান বলেন, ইরান ও সিরিয়ার সম্পর্ক একটি কঠিন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং এই দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের কৌশলগত নীতি।  তিনি বলেন, “এই নীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে আমাদের সকল প্রচেষ্টা কাজে লাগানো হবে।” সিরিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সকল চুক্তির বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান পেজেশকিয়ান।

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা দিক নির্দেশনা নিয়ে ফিলিস্তিন, প্রতিরোধ ফ্রন্ট এবং সিরিয়ার সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার যেন নীতি ইরান নিয়েছে তা বাস্তবায়নের কাজ চলমান থাকবে।

তিনি বলেন, ইরান ও সিরিয়াসহ সকল মুসলিম দেশের মধ্যে দিন দিন সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হবে বলে আমি আশা করছি।

ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। পেজেশকিয়ান যে গুরুত্বদায়িত্ব পেয়েছেন তা তিনি সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট আসাদ। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১১

 

ট্যাগ