রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ
ন্যাটো জোটের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে অভিযোগ করেছে তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ন্যাটো বলেছে, ইরানের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া।
জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানয়ানি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো জোট সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে।
ন্যাটো জোটের নেতারা গতকাল দাবি করেছেন যে, উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে যা মস্কোর প্রতি দেশ দুটির সরাসরি সামরিক সমর্থন। এর আওতায় উত্তর কোরিয়া ও ইরান রাশিয়াকে গোলাবারুদ এবং ড্রোন সরবরাহ করছে যা ইউরো-আটলান্টিক নিরাপত্তা ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং বৈশ্বিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে ব্যাহত করছে।
ন্যাটো জোটের নেতারা বলেছেন, ইরানের সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। জবাবে ইরানের মুখপাত্র বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যে সমস্ত সংঘাত এবং ঘটনাবলী ঘটছে তা মূলত ন্যাটোর উসকানিমূলক নীতি এবং তৎপরতার সরাসরি ফসল যার নেতৃত্বে রয়েছে আমেরিকা।
নাসের কানয়ানি আরো বলেন, ইউক্রেন যুদ্ধের সাথে ইরান এবং রাশিয়াকে যুক্ত করার যেকোন প্রচেষ্টা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে চিহ্নিত হবে এবং পশ্চিমারা ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেয়ার ক্ষেত্রে একে অজুহাত হিসেবে ব্যবহার করবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান কখনো ইউক্রেন সংঘাত চলার মধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেনি বরং তেহরান সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের কথা বলে আসছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১১