ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো
https://parstoday.ir/bn/news/event-i139532-ইউক্রেনের_প্রেসিডেন্ট_জেলেনস্কিকে_সরিয়ে_দিতে_চায়_পশ্চিমা_দেশগুলো
ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকরা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেয়ার চেষ্টা শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর একজন কর্মকর্তা এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ দাবি করছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১২, ২০২৪ ১৭:০৭ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকরা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেয়ার চেষ্টা শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর একজন কর্মকর্তা এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ দাবি করছেন।

এসভিআরের পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রাজভেদচিকের সর্বশেষ সংখ্যায় এ সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে।

ওই রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্টের প্রতি ইউক্রেনের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিশেষ করে গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার প্রতি গণ-অসন্তোষ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো।

ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে হাজার হাজার কোটি ডলারের সাহায্য দিচ্ছে তা গ্রহণের প্রকল্পগুলোতে জেলেনস্কি জড়িত থাকায় এখনও তাকে সহ্য করে যাচ্ছে পাশ্চাত্য। তবে তাকে সরিয়ে দেয়ার জন্য সময় ও সুযোগের সন্ধানে রয়েছে পশ্চিমা শক্তিগুলো। তাদের দেয়া ওই অর্থ সাহায্য দিয়ে সমরাস্ত্র কেনার প্রকল্পে ইউক্রেন সরকারের পাশাপাশি পশ্চিমা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলো ব্যাপকভাবে লাভবান হচ্ছে।

এসভিআরের প্রতিবেদনে আরো বলা হয়েছে, জেলেনস্কিকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করার জন্য পশ্চিমারা এরইমধ্যে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশেকো এবং জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমার্কের সঙ্গে কথা বলেছে।

এছাড়া, ইউক্রেনের সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি ও সাবেক পার্লামেন্ট স্পিকার দিমিত্রি রাজুমকভকেও জেলেনস্কির স্থলাভিষিক্তের তালিকায় রাখা হয়েছে বলে রুশ গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকে কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। কিন্তু তা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না ইউক্রেন। এ কারণে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছেন পশ্চিমা নেতারা।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।