ইসরাইলবিরোধী মামলার বিষয়ে আগামী সপ্তাহে আসিজে’র মতামত; আটক হবে কি ইহুদিবাদীরা? 
(last modified Sat, 13 Jul 2024 10:45:15 GMT )
জুলাই ১৩, ২০২৪ ১৬:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলবিরোধী মামলার বিষয়ে আগামী সপ্তাহে আসিজে’র মতামত; আটক হবে কি ইহুদিবাদীরা? 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর দায়ে ইসরাইলে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে আগামী সপ্তাহে মতামত জানাবে। এই মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা গ্রেপ্তার হবেন কিনা।

গতকাল শুক্রবার আইসিজে ঘোষণা করেছে যে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল যে নীতির চর্চা করেছে আন্তর্জাতিক এই আদালত সে বিষয়ে আগামী ১৯ জুলাই উপদেষ্টা মতামত দেবে।

গত ফেব্রুয়ারিতে অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন ও হত্যাকাণ্ডের বিষয়ে আইনি প্রভাব সম্পর্কে বিশ্ব আদালত নামে পরিচিত আইসিজে-তে রেকর্ড ৫২টি দেশ যুক্তি উপস্থাপন করেছিল। গাজা উপত্যকায় ইসরাইলের অক্টোবরের গণহত্যামূলক যুদ্ধের আগে এই মামলাটি ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশনের মাধ্যমে শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা দখলদার ইসরাইলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে সেটি এই মামলা নয়, সেটি আইসিজেতে ভিন্ন আরেকটি মামলা। 

দক্ষিণ আফ্রিকা গাজা উপত্যকায় যুদ্ধের জন্য গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে। দেশটির আবেদন অনুসারে, গাজায় ইসরাইলের পদক্ষেপ "গণহত্যামূলক কারণ তারা ফিলিস্তিনি জাতীয়, জাতিগত এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে চালিয়েছে।"

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ