তেহরিকে ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার: তথ্যমন্ত্রী
(last modified Tue, 16 Jul 2024 10:05:50 GMT )
জুলাই ১৬, ২০২৪ ১৬:০৫ Asia/Dhaka
  • তেহরিকে ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার: তথ্যমন্ত্রী

পাকিস্তান সরকার সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

পাক মন্ত্রিসভা ইমরান খানের বিরুদ্ধে নতুন করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনারও চেষ্টা করছে। অবৈধভাবে বিয়ে করার মামলায় বেকসুর খালাস পাওয়ার কয়েকদিনের মাথায় ইমরান খানের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হলো।

দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাভোগ করছেন ইমরান খান। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ৭১ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী ২০২২ সালে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে আদালতের একশ’র বেশি অভিযোগ আনা হয়েছে। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার সরকারের ক্ষমতাচ্যুতির জন্য পাশ্চাত্যকে দায়ী করেছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার সোমবার ইসলামাবাদে বলেছেন, দেশের আইন ভঙ্গ করে তেহরিকে ইনসাফ বিদেশি সূত্র থেকে অর্থ গ্রহণ করেছে বলে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে। ইমরান খানের ক্ষমতাচ্যুতি ও গ্রেফতারের পর দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্যও তেহরিকে ইনসাফের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

মন্ত্রী তারার বলেন, ফেডারেল সরকার পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করার জন্য আদালতে অভিযোগ দায়ের করবে। এ পর্যন্ত যেসব আলামত পাওয়া গেছে দলটিকে নিষিদ্ধ করার জন্য তা যথেষ্ট বলে তিনি দাবি করেন। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬

ট্যাগ