আমেরিকাকে অপমান করেছি, ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে 
(last modified Wed, 17 Jul 2024 08:01:56 GMT )
জুলাই ১৭, ২০২৪ ১৪:০১ Asia/Dhaka
  • আমেরিকাকে অপমান করেছি, ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীকে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী অপদস্ত করেছে এবং প্রতিরোধ যোদ্ধাদের জন্য সব রকমের সমর্থন দেয়া অব্যাহত রাখবে। 

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের রাজধানীর সানায় দেয়া এক বক্তৃতায় আব্দুল মালেক আল হুথি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি দৃঢ়ভাবে সমর্থন দিয়ে চলেছে এবং ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধের কারণে মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

গত সপ্তাহে মার্কিন বাহিনীর ডোয়াইট ডি. আইজেনহাওয়ার নামে বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় মার্কন সেনা কর্তৃপক্ষ। আব্দুল মালেক আল-হুথি তার বক্তব্যে এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। 

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে হুথি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও ভারত মহাসাগর অঞ্চলে ইসরাইল এবং তার মিত্রদের জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে মার্কিন বাহিনী ভূমধ্যসাগরে আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীটি মোতায়েন করে। কিন্তু ইয়েমেনিদের প্রচণ্ড হামলা ও প্রবল রোধের মুখে আইজেনহওয়ার বিমানবাহী রণতরী মার্কিন বাহিনী প্রত্যাহার করে। 

আব্দুল মালেক আল-হুথি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আমাদের সমস্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ইসরাইল ও তার মিত্রদের কারোর প্রতি ইয়েমেনি যোদ্ধারা কোনো ছাড় দেবে না। 

ইয়েমেনের জনগণের আহ্বানের প্রতি সাড়া দিতে আব্দুল মালেক আল হুথি সৌদি আরবের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রিয়াদকে অবশ্যই ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, মহান আল্লাহ বর্তমান যুগের বলদর্পী শক্তি আমেরিকাকে ইয়েমেনের জনগণের হাতে অপদস্ত করেছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭